আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৭৪৭
অধ্যায়ঃ হদ্দ
সগীরা গুনাহ করা, সগীরা গুনাহকে তুচ্ছ মনে করা এবং সগীরা গুনাহর উপর সর্বদা অবিচল থাকার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৪৭. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। যদি সে ফিরে আসে এবং ক্ষমা প্রার্থনা করে, তবে তার অন্তর পরিষ্কার হয়ে যায়। যদি সে আবার গুনাহ করে, তবে সে দাগ বেড়ে যায়, এমন কি তার অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তা ঐ ران, বা মরীচা, যে সম্পর্কে মহান আল্লাহ বলেছেন: "কখনই নয়, তাদের কৃতকর্মই তাদের অন্তরে জং ধরিয়েছে।" (সূরা মুতাফফিফীন। ১৪)।
তিরমিযী (র) বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান-সহীহ। নাসাঈ, ইবনে মাজা এবং ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে এবং হাকিম (র) দু'টি সূত্রে বর্ণনা করেন। তিনি বলেনঃ এক সূত্রে হাদীসটি মুসলিম (র)-এর শর্তের অনুরূপ।
النكته- আয়নার মধ্যে দাগপড়া।
كتاب الحدود
التَّرْهِيب من ارْتِكَاب الصَّغَائِر والمحقرات من الذُّنُوب والإصرار على شَيْء مِنْهَا
3747- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن العَبْد إِذا أَخطَأ خَطِيئَة نكتت فِي قلبه نُكْتَة سَوْدَاء فَإِن هُوَ نزع واستغفر صقلت فَإِن عَاد زيد فِيهَا حَتَّى تعلو قلبه فَهُوَ الران الَّذِي ذكر الله تَعَالَى كلا بل ران على قُلُوبهم مَا كَانُوا يَكْسِبُونَ المطففين 41

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم من طَرِيقين قَالَ فِي أَحدهمَا صَحِيح على شَرط مُسلم
النُّكْتَة بِضَم النُّون وبالتاء الْمُثَنَّاة فَوق هِيَ نقطة شبه الْوَسخ فِي الْمرْآة
tahqiqতাহকীক:তাহকীক চলমান