আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭৪৬
অধ্যায়ঃ হদ্দ
হত্যাকারী, অপরাধী ও যালিমকে ক্ষমা করার প্রতি অনুপ্রেরণা এবং মুসলমানের বিপদে উৎফুল্ল হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৪৬. হযরত মু'আয ইবনে জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার ভাইকে কোন অপরাধের কারণে লজ্জা দেয়, সে ঐ কাজ না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না।
আহমাদ (র) মুহাদ্দিসগণ থেকে বর্ণনা করেন যে, যে ব্যক্তি এমন অপরাধীকে লজ্জা দেয়, যে তার গুনাহের তাওবা করেছে।
(তিরমিযী (র) বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান-গরীব। হাদীসটি সনদসূত্রের ধারাবাহিকতা রক্ষিত হয়নি। কেননা, খালিদ ইবনে মা'দান (র) মু'আয ইবনে জাবাল (রা)-এর সাক্ষাৎ পাননি।)
আহমাদ (র) মুহাদ্দিসগণ থেকে বর্ণনা করেন যে, যে ব্যক্তি এমন অপরাধীকে লজ্জা দেয়, যে তার গুনাহের তাওবা করেছে।
(তিরমিযী (র) বর্ণিত। তিনি বলেন: হাদীসটি হাসান-গরীব। হাদীসটি সনদসূত্রের ধারাবাহিকতা রক্ষিত হয়নি। কেননা, খালিদ ইবনে মা'দান (র) মু'আয ইবনে জাবাল (রা)-এর সাক্ষাৎ পাননি।)
كتاب الحدود
التَّرْغِيب فِي الْعَفو عَن الْقَاتِل والجاني والظالم والترهيب من إِظْهَار الشماتة بِالْمُسلمِ
3746- وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من عير أَخَاهُ بذنب لم يمت حَتَّى يعمله
قَالَ أَحْمد قَالُوا من ذَنْب قد تَابَ مِنْهُ
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَلَيْسَ إِسْنَاده بِمُتَّصِل
خَالِد بن معدان لم يدْرك معَاذ بن جبل
قَالَ أَحْمد قَالُوا من ذَنْب قد تَابَ مِنْهُ
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَلَيْسَ إِسْنَاده بِمُتَّصِل
خَالِد بن معدان لم يدْرك معَاذ بن جبل