আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৭৪৩
অধ্যায়ঃ হদ্দ
হত্যাকারী, অপরাধী ও যালিমকে ক্ষমা করার প্রতি অনুপ্রেরণা এবং মুসলমানের বিপদে উৎফুল্ল হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৪৩. হযরত আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: আল্লাহর বান্দাগণ যখন হিসাব নিকাশের জন্য দাঁড়াবে, তখন একদল লোক কাঁধে তরবারী নিয়ে ফোটা ফোটা রক্তপড়া অবস্থায় উপস্থিত হবে এবং তারা জান্নাতের দরজায় ভিড় করবে, তখন বলা হবে। এরা কারা? জবাবে বলা হবে: শহীদগণ! তারা রিযকপ্রাপ্ত ও জীবিত ছিল। এরপর এক আহবায়ক ডেকে বলবে। আল্লাহর কাছে যার পুরস্কার রয়েছে, সে যেন তা গ্রহণ করে এবং জান্নাতে প্রবেশ করে। তারপর দ্বিতীয়বার ডেকে বলা হবে: আল্লাহর কাছে যার পুরষ্কার রয়েছে, সে যেন তা গ্রহণ করে এবং জান্নাতে প্রবেশ করে। সে (রাবী) বলল: আল্লাহর কাছে কার পুরষ্কার রয়েছে? তিনি বললেন, যারা লোকদের ক্ষমা করে। অবশেষে তৃতীয়বার ডেকে বলা হবে: আল্লাহর কাছে যার পুরস্কার রয়েছে, সে যেন তা গ্রহণ করে এবং জান্নাতে প্রবেশ করে। পরে তিনি দাঁড়িয়ে বলেন: এরূপ এরূপ হাজার এবং তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে।
(তাবারানী উত্তম সনদ সূত্রে বর্ণনা করেন।)
كتاب الحدود
التَّرْغِيب فِي الْعَفو عَن الْقَاتِل والجاني والظالم والترهيب من إِظْهَار الشماتة بِالْمُسلمِ
3743- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا وقف الْعباد لِلْحسابِ جَاءَ قوم واضعي سيوفهم على رقابهم تقطر دَمًا فازدحموا على بَاب الْجنَّة فَقيل من هَؤُلَاءِ قيل الشُّهَدَاء كَانُوا أَحيَاء مرزوقين ثمَّ نَادَى مُنَاد ليقمْ من أجره على الله فَلْيدْخلْ الْجنَّة ثمَّ نَادَى الثَّانِيَة ليقمْ من أجره على الله فَلْيدْخلْ الْجنَّة
قَالَ وَمن ذَا الَّذِي أجره على الله قَالَ الْعَافُونَ عَن النَّاس ثمَّ نَادَى الثَّالِثَة ليقمْ من أجره على الله فَلْيدْخلْ الْجنَّة فَقَامَ كَذَا وَكَذَا ألفا فَدَخَلُوهَا بِغَيْر حِسَاب

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান