আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৭৪২
অধ্যায়ঃ হদ্দ
হত্যাকারী, অপরাধী ও যালিমকে ক্ষমা করার প্রতি অনুপ্রেরণা এবং মুসলমানের বিপদে উৎফুল্ল হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৪২. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। একবার তার কিছু (সম্পদ) চুরি হয়ে যায়। তখন তিনি তার (চোরের) প্রতি বদদু'আ করেন। রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে বলেন, তুমি তার শাস্তি লঘু করো না।
আবু দাউদ বর্ণিত।
لا تسبخى عنه অর্থাৎ তুমি তার শাস্তি লঘু করো না এবং তার প্রতি বদদু'আ করে আখিরাতে তোমার পুরষ্কার বিনষ্ট করো না।
كتاب الحدود
التَّرْغِيب فِي الْعَفو عَن الْقَاتِل والجاني والظالم والترهيب من إِظْهَار الشماتة بِالْمُسلمِ
3742- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَنَّهَا سرق لَهَا شَيْء فَجعلت تَدْعُو عَلَيْهِ فَقَالَ لَهَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تسبخي عَنهُ

رَوَاهُ أَبُو دَاوُد وَمعنى لَا تسبخي عَنهُ أَي لَا تخففي عَنهُ الْعقُوبَة وتنقصي أجرك فِي الْآخِرَة بدعائك عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান