আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭৪১
অধ্যায়ঃ হদ্দ
হত্যাকারী, অপরাধী ও যালিমকে ক্ষমা করার প্রতি অনুপ্রেরণা এবং মুসলমানের বিপদে উৎফুল্ল হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৪১. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমরা রাসুলুল্লাহ্ (ﷺ)-এর তলোয়ারের বাটে এই কথা লেখা পেলাম: যে তোমার প্রতি যুলুম করে, তাকে ক্ষমা করে দেবে, যে তোমার সাথে বন্ধন ছিন্ন করে, তার সাথে সম্পর্ক স্থাপন করবে, আর যে তোমার সাথে দুর্ব্যবহার করে, তুমি তার প্রতি সদ্ব্যবহার করবে এবং তোমার বিপক্ষে হলেও সত্য কথা বলবে।
(রাযীন ইবনে আবদারী হাদীসটি বর্ণনা করেছেন। হাফিয মুনযিরী (র) বলেন, আমি তাকে দেখিনি। সামনে
صلة الرحم অনুচ্ছেদে এ পর্যায়ের বর্ণিত হাদীস আরও আসবে।)
(রাযীন ইবনে আবদারী হাদীসটি বর্ণনা করেছেন। হাফিয মুনযিরী (র) বলেন, আমি তাকে দেখিনি। সামনে
صلة الرحم অনুচ্ছেদে এ পর্যায়ের বর্ণিত হাদীস আরও আসবে।)
كتاب الحدود
التَّرْغِيب فِي الْعَفو عَن الْقَاتِل والجاني والظالم والترهيب من إِظْهَار الشماتة بِالْمُسلمِ
3741- وَعَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ وجدنَا فِي قَائِم سيف رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اعْفُ عَمَّن
ظلمك وصل من قَطعك وَأحسن إِلَى من أَسَاءَ إِلَيْك وَقل الْحق وَلَو على نَفسك
ذكره رزين بن الْعَبدَرِي وَلم أره وَيَأْتِي أَحَادِيث من هَذَا النَّوْع فِي صلَة الرَّحِم
ظلمك وصل من قَطعك وَأحسن إِلَى من أَسَاءَ إِلَيْك وَقل الْحق وَلَو على نَفسك
ذكره رزين بن الْعَبدَرِي وَلم أره وَيَأْتِي أَحَادِيث من هَذَا النَّوْع فِي صلَة الرَّحِم