আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭৪৪
অধ্যায়ঃ হদ্দ
হত্যাকারী, অপরাধী ও যালিমকে ক্ষমা করার প্রতি অনুপ্রেরণা এবং মুসলমানের বিপদে উৎফুল্ল হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৪৪. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের মাঝে উপবিষ্ট ছিলেন। হঠাৎ আমরা তাঁকে সামনের পাটির দাঁত মুবারক প্রকাশ করে হাসতে দেখলাম। হযরত উমার (রা) তাঁকে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোন, কি সে আপনাকে হাসালো?
তিনি বললেন, আল্লাহ্ রাব্বুল আলামীনের সামনে আমার দু'জন উম্মাত নিতম্বের উপর বসবে এবং তাদের একজন বলবে: হে আমার প্রতিপালক! আমার ভাই থেকে আমার উপর যুলমের বদলা আদায় করে দিন।
আল্লাহ্ (তাকে) বলবেন: তুমি কিরূপে তোমার ভাই থেকে পাওনা আদায় করে নেবে, অথচ তার (আমলনামায়) কোন নেক বাকী নেই। সে বলবে: হে আমার প্রতিপালক! তবে সে আমার পাপের বোঝা বহন করুক এ সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর কান্নার ফলে তাঁর দুই চোখ মুবারক বেয়ে অশ্রু ঝরতে লাগল। এরপর তিনি বলেন। এতো ভীষণ ভয়াবহ দিন। লোকেরা এ দিনে অন্যের উপর নিজের পাপের বোঝা চাপিয়ে দিতে চাইবে। আল্লাহ্ তা'আলা বাদীকে বলবেন। তুমি চোখ তুলে দেখ। লোকটি তাকাবে। সে বলবে: হে আমার প্রতিপালক! আমি স্বর্ণের শহর এবং স্বর্ণের কারুকার্য ও মুক্তা মোড়ানো দালান-কোঠা দেখতে পাচ্ছি। এ (নি'আমত) কি কোন নবীর অথবা কোন সিদ্দীকের অথবা কোন শহীদের। তিনি বলবেন। যে তার মূল্য দেবে তার। সে বলবে: হে আমার প্রতিপালক! কে এর মালিকানা লাভ করতে পারে। তিনি বলবেন। তুমিই এর মালিক হতে পার। সে বলবে: কিরূপে? তিনি বলবেন: তোমার ভাইকে ক্ষমা করার কারণে। সে বলবে: হে আমার প্রতিপালক! আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ্ (তাকে) বলবেনঃ তুমি তোমার ভাইয়ের হাত ধর এবং তাকে জান্নাতে প্রবেশ করাও। রাসূলুল্লাহ (ﷺ) ঐ সময় বলেন: তোমরা আল্লাহকে ভয় কর, তোমাদের পরস্পরের মধ্যে সদ্ভাব সৃষ্টি কর। কেননা, আল্লাহ্ তা'আলা মুসলমানদের মধ্যে সদ্ভাব সৃষ্টি কামনা করেন।
(হাকিম ও বায়হাকী (র) উভয়ে البعث শীর্ষক অনুচ্ছেদে আববাদ ইবনে শায়বা হাবতী হতে, তিনি সাঈদ ইবনে আনাস থেকে বর্ণনা করেন। ইমাম হাকিম (র) বলেন। হাদীসটির সনদ সহীহ।)
তিনি বললেন, আল্লাহ্ রাব্বুল আলামীনের সামনে আমার দু'জন উম্মাত নিতম্বের উপর বসবে এবং তাদের একজন বলবে: হে আমার প্রতিপালক! আমার ভাই থেকে আমার উপর যুলমের বদলা আদায় করে দিন।
আল্লাহ্ (তাকে) বলবেন: তুমি কিরূপে তোমার ভাই থেকে পাওনা আদায় করে নেবে, অথচ তার (আমলনামায়) কোন নেক বাকী নেই। সে বলবে: হে আমার প্রতিপালক! তবে সে আমার পাপের বোঝা বহন করুক এ সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর কান্নার ফলে তাঁর দুই চোখ মুবারক বেয়ে অশ্রু ঝরতে লাগল। এরপর তিনি বলেন। এতো ভীষণ ভয়াবহ দিন। লোকেরা এ দিনে অন্যের উপর নিজের পাপের বোঝা চাপিয়ে দিতে চাইবে। আল্লাহ্ তা'আলা বাদীকে বলবেন। তুমি চোখ তুলে দেখ। লোকটি তাকাবে। সে বলবে: হে আমার প্রতিপালক! আমি স্বর্ণের শহর এবং স্বর্ণের কারুকার্য ও মুক্তা মোড়ানো দালান-কোঠা দেখতে পাচ্ছি। এ (নি'আমত) কি কোন নবীর অথবা কোন সিদ্দীকের অথবা কোন শহীদের। তিনি বলবেন। যে তার মূল্য দেবে তার। সে বলবে: হে আমার প্রতিপালক! কে এর মালিকানা লাভ করতে পারে। তিনি বলবেন। তুমিই এর মালিক হতে পার। সে বলবে: কিরূপে? তিনি বলবেন: তোমার ভাইকে ক্ষমা করার কারণে। সে বলবে: হে আমার প্রতিপালক! আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ্ (তাকে) বলবেনঃ তুমি তোমার ভাইয়ের হাত ধর এবং তাকে জান্নাতে প্রবেশ করাও। রাসূলুল্লাহ (ﷺ) ঐ সময় বলেন: তোমরা আল্লাহকে ভয় কর, তোমাদের পরস্পরের মধ্যে সদ্ভাব সৃষ্টি কর। কেননা, আল্লাহ্ তা'আলা মুসলমানদের মধ্যে সদ্ভাব সৃষ্টি কামনা করেন।
(হাকিম ও বায়হাকী (র) উভয়ে البعث শীর্ষক অনুচ্ছেদে আববাদ ইবনে শায়বা হাবতী হতে, তিনি সাঈদ ইবনে আনাস থেকে বর্ণনা করেন। ইমাম হাকিম (র) বলেন। হাদীসটির সনদ সহীহ।)
كتاب الحدود
التَّرْغِيب فِي الْعَفو عَن الْقَاتِل والجاني والظالم والترهيب من إِظْهَار الشماتة بِالْمُسلمِ
3744- وَعَن أنس أَيْضا رَضِي الله عَنهُ قَالَ بَينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم جَالس إِذْ رَأَيْنَاهُ ضحك حَتَّى بَدَت ثناياه فَقَالَ لَهُ عمر مَا أضْحكك يَا رَسُول الله بِأبي أَنْت وَأمي قَالَ رجلَانِ من أمتِي جثيا بَين يَدي رب الْعِزَّة فَقَالَ أَحدهمَا يَا رب خُذ لي مظلمتي من أخي فَقَالَ الله كَيفَ تصنع بأخيك وَلم يبْق من حَسَنَاته شَيْء قَالَ يَا رب فليحمل من أوزاري وفاضت عينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بالبكاء ثمَّ قَالَ إِن ذَلِك ليَوْم عَظِيم يحْتَاج النَّاس أَن يحمل من أوزارهم
فَقَالَ الله للطَّالِب ارْفَعْ بَصرك فَانْظُر فَرفع فَقَالَ يَا رب أرى مَدَائِن من ذهب وقصورا من ذهب مكللة بِاللُّؤْلُؤِ أَي نَبِي هَذَا أَو لأي صديق هَذَا أَو لأي شَهِيد هَذَا قَالَ لمن أعْطى الثّمن
قَالَ يَا رب وَمن يملك ذَلِك قَالَ أَنْت تملكه
قَالَ بِمَاذَا قَالَ بعفوك عَن أَخِيك
قَالَ يَا رب إِنِّي قد عَفَوْت عَنهُ
قَالَ الله فَخذ بيد أَخِيك وَأدْخلهُ الْجنَّة
فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عِنْد ذَلِك اتَّقوا الله وَأَصْلحُوا ذَات بَيْنكُم فَإِن الله يصلح بَين الْمُسلمين
رَوَاهُ الْحَاكِم وَالْبَيْهَقِيّ فِي الْبَعْث كِلَاهُمَا عَن عباد بن شيبَة الحبطي عَن سعيد بن أنس عَنهُ وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد كَذَا قَالَ
فَقَالَ الله للطَّالِب ارْفَعْ بَصرك فَانْظُر فَرفع فَقَالَ يَا رب أرى مَدَائِن من ذهب وقصورا من ذهب مكللة بِاللُّؤْلُؤِ أَي نَبِي هَذَا أَو لأي صديق هَذَا أَو لأي شَهِيد هَذَا قَالَ لمن أعْطى الثّمن
قَالَ يَا رب وَمن يملك ذَلِك قَالَ أَنْت تملكه
قَالَ بِمَاذَا قَالَ بعفوك عَن أَخِيك
قَالَ يَا رب إِنِّي قد عَفَوْت عَنهُ
قَالَ الله فَخذ بيد أَخِيك وَأدْخلهُ الْجنَّة
فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عِنْد ذَلِك اتَّقوا الله وَأَصْلحُوا ذَات بَيْنكُم فَإِن الله يصلح بَين الْمُسلمين
رَوَاهُ الْحَاكِم وَالْبَيْهَقِيّ فِي الْبَعْث كِلَاهُمَا عَن عباد بن شيبَة الحبطي عَن سعيد بن أنس عَنهُ وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد كَذَا قَالَ