আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৭৩৮
অধ্যায়ঃ হদ্দ
হত্যাকারী, অপরাধী ও যালিমকে ক্ষমা করার প্রতি অনুপ্রেরণা এবং মুসলমানের বিপদে উৎফুল্ল হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৩৮. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন: আমি কি বলব না, কিসে তোমাকে দুনিয়া ও আখিরাতে সৃষ্টি জগতের উপর সর্বাধিক সম্মানে ভূষিত করবে? (তিনি বলেনঃ) যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে সম্পর্ক বহাল রাখবে, যে তোমাকে বঞ্চিত করে, তুমি তাকে দান করবে এবং যে তোমার প্রতি যুলম করে, তুমি তাকে ক্ষমা করবে।
(হারিস আওয়ার সূত্রে তাবারানীর আওসাত গ্রন্থে বর্ণিত।)
كتاب الحدود
التَّرْغِيب فِي الْعَفو عَن الْقَاتِل والجاني والظالم والترهيب من إِظْهَار الشماتة بِالْمُسلمِ
3738- وَعَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَلا أدلك على أكْرم أَخْلَاق الدُّنْيَا وَالْآخِرَة أَن تصل من قَطعك وَتُعْطِي من حَرمك وَأَن تَعْفُو عَمَّن ظلمك

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة الْحَارِث الْأَعْوَر عَنهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান