আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭৩৭
অধ্যায়ঃ হদ্দ
হত্যাকারী, অপরাধী ও যালিমকে ক্ষমা করার প্রতি অনুপ্রেরণা এবং মুসলমানের বিপদে উৎফুল্ল হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৩৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যার মধ্যে তিনটি স্বভাব থাকবে, আল্লাহ্ তার হিসাব সহজ করে দেবেন এবং নিজ দয়ায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার প্রতি আমাদের পিতামাতা উৎসর্গ হোন, সে স্বভাবগুলো কি কি? তিনি বললেন, ১. যে তোমাকে বঞ্চিত করে, তাকে দান করবে, ২. যে তোমার সাথে সম্পর্কোচ্ছেদ করে, তার সাথে সম্পর্ক স্থাপন করবে এবং ৩. যে তোমার প্রতি যুলম করে, তাকে ক্ষমা করবে। তুমি এগুলো করলে জান্নাতে প্রবেশ করবে।
(বাযযার, তাবারানীর আওসাত গ্রন্থ ও হাকিম বর্ণিত। হাকিমের সনদসূত্র বিশুদ্ধ। তবে তার শব্দমালা এরূপ বাড়িয়ে বলা হয়েছে: জনৈক সাহাবী বলেন: "আমি যখন ঐ গুলো করব, তখন আমার জন্য কী (সাওয়াব) রয়েছে? তিনি বলেনঃ তোমার হিসাব সহজ করে নেয়া হবে। আল্লাহ্ নিজ দয়ায় তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন।"
[হাফিয মুনযিরী (র) বলেন): সুলায়মান ইবনে দাউদ ইয়ামানী (র) ইয়াহইয়া ইবনে আবু সালামা হতে, তিনি সুলায়মান হতে এই হাদীসটি বর্ণনা করেন। আর সুলায়মান একজন অজ্ঞাতনামা ব্যক্তি।)
(বাযযার, তাবারানীর আওসাত গ্রন্থ ও হাকিম বর্ণিত। হাকিমের সনদসূত্র বিশুদ্ধ। তবে তার শব্দমালা এরূপ বাড়িয়ে বলা হয়েছে: জনৈক সাহাবী বলেন: "আমি যখন ঐ গুলো করব, তখন আমার জন্য কী (সাওয়াব) রয়েছে? তিনি বলেনঃ তোমার হিসাব সহজ করে নেয়া হবে। আল্লাহ্ নিজ দয়ায় তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন।"
[হাফিয মুনযিরী (র) বলেন): সুলায়মান ইবনে দাউদ ইয়ামানী (র) ইয়াহইয়া ইবনে আবু সালামা হতে, তিনি সুলায়মান হতে এই হাদীসটি বর্ণনা করেন। আর সুলায়মান একজন অজ্ঞাতনামা ব্যক্তি।)
كتاب الحدود
التَّرْغِيب فِي الْعَفو عَن الْقَاتِل والجاني والظالم والترهيب من إِظْهَار الشماتة بِالْمُسلمِ
3737- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث من كن فِيهِ حَاسبه الله حسابا يَسِيرا وَأدْخلهُ الْجنَّة برحمته
قَالُوا وَمَا هِيَ يَا رَسُول الله بِأبي أَنْت وَأمي قَالَ تُعْطِي من حَرمك وَتصل من قَطعك وَتَعْفُو عَمَّن ظلمك فَإِذا فعلت ذَلِك تدخل الْجنَّة
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد إِلَّا أَنه قَالَ فِيهِ قَالَ فَإِذا فعلت ذَلِك فَمَا لي يَا رَسُول الله قَالَ أَن تحاسب حسابا يَسِيرا وَيُدْخِلك الله الْجنَّة برحمته
قَالَ الْحَافِظ رَوَاهُ الثَّلَاثَة من رِوَايَة سُلَيْمَان بن دَاوُد الْيَمَانِيّ عَن يحيى بن أبي سَلمَة عَنهُ وَسليمَان هَذَا واه
قَالُوا وَمَا هِيَ يَا رَسُول الله بِأبي أَنْت وَأمي قَالَ تُعْطِي من حَرمك وَتصل من قَطعك وَتَعْفُو عَمَّن ظلمك فَإِذا فعلت ذَلِك تدخل الْجنَّة
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد إِلَّا أَنه قَالَ فِيهِ قَالَ فَإِذا فعلت ذَلِك فَمَا لي يَا رَسُول الله قَالَ أَن تحاسب حسابا يَسِيرا وَيُدْخِلك الله الْجنَّة برحمته
قَالَ الْحَافِظ رَوَاهُ الثَّلَاثَة من رِوَايَة سُلَيْمَان بن دَاوُد الْيَمَانِيّ عَن يحيى بن أبي سَلمَة عَنهُ وَسليمَان هَذَا واه