আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭৩৬
অধ্যায়ঃ হদ্দ
হত্যাকারী, অপরাধী ও যালিমকে ক্ষমা করার প্রতি অনুপ্রেরণা এবং মুসলমানের বিপদে উৎফুল্ল হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৩৬. হযরত উবাদা ইবনে সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: জেনে রাখা! আমি কি তোমাদের এমন কিছু বলে দেব, যা করলে আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন? তারা বললঃ হাঁ, ইয়া রাসুলাল্লাহ! তখন তিনি বললেন: সে ব্যক্তি তোমার সাথে অসদাচরণ করে, তুমি তার প্রতি সহনশীল হবে। যে তোমার প্রতি যুলম করে, তুমি তাকে ক্ষমা করবে। আর যে তোমাকে বঞ্চিত করে, তাকে দান করবে এবং যে তোমার সাথে সম্পর্কোচ্ছেদ করে তার সাথে সম্পর্ক স্থাপন করবে।
(বায়যার ও তাবারানী বর্ণিত।)
(বায়যার ও তাবারানী বর্ণিত।)
كتاب الحدود
التَّرْغِيب فِي الْعَفو عَن الْقَاتِل والجاني والظالم والترهيب من إِظْهَار الشماتة بِالْمُسلمِ
3736- وَرُوِيَ عَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أدلكم على مَا يرفع الله بِهِ الدَّرَجَات قَالُوا نعم يَا رَسُول الله قَالَ تحلم على من جهل عَلَيْك وَتَعْفُو عَمَّن ظلمك وَتُعْطِي من حَرمك وَتصل من قَطعك
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ