আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭৩৫
অধ্যায়ঃ হদ্দ
হত্যাকারী, অপরাধী ও যালিমকে ক্ষমা করার প্রতি অনুপ্রেরণা এবং মুসলমানের বিপদে উৎফুল্ল হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৩৫. হযরত উবাই ইবনে কা'ব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি জান্নাতের বালাখানা সুউচ্চ দেখতে চায় এবং তার মর্যাদা সমুন্নত করতে চায়, সে যেন যালিমকে ক্ষমা করে, যে তাকে বঞ্চিত করেছে, তাকে দান করে এবং যে তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তার সাথে সম্পর্ক স্থাপন করে।
(হাকিম বর্ণিত এবং তার সনদ সূত্র বিশুদ্ধ। তবে একটি বর্ণনায় হাদীসটি মুনকাতি'।)
(হাকিম বর্ণিত এবং তার সনদ সূত্র বিশুদ্ধ। তবে একটি বর্ণনায় হাদীসটি মুনকাতি'।)
كتاب الحدود
التَّرْغِيب فِي الْعَفو عَن الْقَاتِل والجاني والظالم والترهيب من إِظْهَار الشماتة بِالْمُسلمِ
3735- وَعَن أبي بن كَعْب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من سره أَن يشرف لَهُ
الْبُنيان وترفع لَهُ الدَّرَجَات فليعف عَمَّن ظلمه ويعط من حرمه ويصل من قطعه
رَوَاهُ الْحَاكِم وَصحح إِسْنَاده وَفِيه انْقِطَاع
الْبُنيان وترفع لَهُ الدَّرَجَات فليعف عَمَّن ظلمه ويعط من حرمه ويصل من قطعه
رَوَاهُ الْحَاكِم وَصحح إِسْنَاده وَفِيه انْقِطَاع