আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৭৩৯
অধ্যায়ঃ হদ্দ
হত্যাকারী, অপরাধী ও যালিমকে ক্ষমা করার প্রতি অনুপ্রেরণা এবং মুসলমানের বিপদে উৎফুল্ল হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৭৩৯. হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন: তোমরা দয়া কর, তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে এবং তোমরা ক্ষমা কর, তোমাদের ক্ষমা করা হবে।
(আহমাদ উত্তম সনদসূত্রে বর্ণনা করেন।)
كتاب الحدود
التَّرْغِيب فِي الْعَفو عَن الْقَاتِل والجاني والظالم والترهيب من إِظْهَار الشماتة بِالْمُسلمِ
3739 - وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ارحموا ترحموا واغفروا يغْفر لكم

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান