আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৭২৬
অধ্যায়ঃ হদ্দ
অন্যায়ভাবে কোন মানুষকে হত্যার ক্ষেত্রে অথবা প্রহারের স্থানে উপস্থিত হওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং অন্যায়ভাবে কোন মুসলিমের উলঙ্গ করা প্রসঙ্গে
৩৭২৬. হযরত ইসমা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মু'মিন ব্যক্তির লজ্জাস্থান সংরক্ষিত। তবে বিশেষ ক্ষেত্র ব্যতীত।
(তাবারানী বর্ণিত। ইসমা (রা) হলেন, মালিক খাতমী আনসারীর পুত্র।)
كتاب الحدود
التَّرْهِيب أَن يحضر الْإِنْسَان قتل إِنْسَان ظلما أَو ضربه وَمَا جَاءَ فِيمَن جرد ظهر مُسلم بِغَيْر حق
3726- وَرُوِيَ عَن عصمَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ظهر الْمُؤمن حمى إِلَّا بِحقِّهِ

رَوَاهُ الطَّبَرَانِيّ وعصمة هَذَا هُوَ ابْن مَالك الخطمي الْأنْصَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান