আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭২৭
অধ্যায়ঃ হদ্দ
হত্যাকারী, অপরাধী ও যালিমকে ক্ষমা করার প্রতি অনুপ্রেরণা এবং মুসলমানের বিপদে উৎফুল্ল হওয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩৭২৭. হযরত আদী ইবনে সাবিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মু'আবিয়া (রা)-এর যুগে এক ব্যক্তি অপর ব্যক্তির চেহারায় আঘাত করে। পরে সে দিয়ত (রক্তপণ) দিতে চাইলে সে তা নিতে অস্বীকার করে। এমন কি সে তিনবার দিয়ত (রক্তপণ) দেয়। লোকটি বলল, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করবে অথবা তার চেয়ে কম অপরাধ ক্ষমা করবে, এই ক্ষমা তার জন্য জন্ম থেকে ক্ষমার দিন পর্যন্ত (পাপের) কাফ্ফারা হবে।
(আবু ই'আলা বর্ণিত। ইমরান ইবনে যুবয়ান ব্যতীত তার বর্ণনা সূত্রে রাবীগণের সূত্র ধারা বিশুদ্ধ।)
(আবু ই'আলা বর্ণিত। ইমরান ইবনে যুবয়ান ব্যতীত তার বর্ণনা সূত্রে রাবীগণের সূত্র ধারা বিশুদ্ধ।)
كتاب الحدود
التَّرْغِيب فِي الْعَفو عَن الْقَاتِل والجاني والظالم والترهيب من إِظْهَار الشماتة بِالْمُسلمِ
3727- عَن عدي بن ثَابت قَالَ هشم رجل رجل على عهد مُعَاوِيَة فَأعْطى دِيَته فَأبى أَن يقبل حَتَّى أعْطى ثَلَاثًا فَقَالَ رجل إِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من تصدق بِدَم أَو دونه كَانَ كَفَّارَة لَهُ من يَوْم ولد إِلَى يَوْم تصدق
رَوَاهُ أَبُو يعلى وَرُوَاته رُوَاة الصَّحِيح غير عمرَان بن ظبْيَان
رَوَاهُ أَبُو يعلى وَرُوَاته رُوَاة الصَّحِيح غير عمرَان بن ظبْيَان