আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭২৫
অধ্যায়ঃ হদ্দ
অন্যায়ভাবে কোন মানুষকে হত্যার ক্ষেত্রে অথবা প্রহারের স্থানে উপস্থিত হওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং অন্যায়ভাবে কোন মুসলিমের উলঙ্গ করা প্রসঙ্গে
৩৭২৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কোন মুসলমানকে অন্যায়ভাবে বিবস্ত্র করবে, সে আল্লাহর সাথে এমনভাবে সাক্ষাত করবে যে, তিনি তার প্রতি ক্ষুদ্ধ হবেন।
(তাবারানীর কাবীর ও আসওসাত গ্রন্থে উত্তম সনদসূত্রে বর্ণিত।)
(তাবারানীর কাবীর ও আসওসাত গ্রন্থে উত্তম সনদসূত্রে বর্ণিত।)
كتاب الحدود
التَّرْهِيب أَن يحضر الْإِنْسَان قتل إِنْسَان ظلما أَو ضربه وَمَا جَاءَ فِيمَن جرد ظهر مُسلم بِغَيْر حق
3725- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من جرد ظهر مُسلم بِغَيْر حق لَقِي الله وَهُوَ عَلَيْهِ غَضْبَان
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط بِإِسْنَاد جيد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط بِإِسْنَاد جيد