আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭২৪
অধ্যায়ঃ হদ্দ
অন্যায়ভাবে কোন মানুষকে হত্যার ক্ষেত্রে অথবা প্রহারের স্থানে উপস্থিত হওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং অন্যায়ভাবে কোন মুসলিমের উলঙ্গ করা প্রসঙ্গে
৩৭২৪. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: অন্যায়ভাবে কাউকে হত্যা করার সময় তোমরা ঐ স্থানে দাঁড়াবে না। কেননা, উপস্থিত লোকেরা যদি তাকে হত্যা থেকে রক্ষা না করে, তবে সকলের প্রতি বিপদ আসবে। তোমাদের কাউকে অন্যায়ভাবে প্রহার করার সময় তোমরা ঐ স্থানে দাঁড়াবে না। কেননা, উপস্থিত ব্যক্তিবর্গ যদি তার সাহায্যে এগিয়ে না আসে, তাহলে সকলের প্রতি লা'নত বর্ষিত হবে।
(তাবারানী ও বায়হাকী উক্ত সনদে বর্ণনা করেন।)
(তাবারানী ও বায়হাকী উক্ত সনদে বর্ণনা করেন।)
كتاب الحدود
التَّرْهِيب أَن يحضر الْإِنْسَان قتل إِنْسَان ظلما أَو ضربه وَمَا جَاءَ فِيمَن جرد ظهر مُسلم بِغَيْر حق
3724- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يَقِفن أحدكُم موقفا يقتل فِيهِ رجل ظلما فَإِن اللَّعْنَة تنزل على كل من حضر حِين لم يدفعوا عَنهُ وَلَا يَقِفن أحدكُم موقفا يضْرب فِيهِ رجل ظلما فَإِن اللَّعْنَة تنزل على من حَضَره حِين لم يدفعوا عَنهُ
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ بِإِسْنَاد حسن