আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭২৩
অধ্যায়ঃ হদ্দ
অন্যায়ভাবে কোন মানুষকে হত্যার ক্ষেত্রে অথবা প্রহারের স্থানে উপস্থিত হওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং অন্যায়ভাবে কোন মুসলিমের উলঙ্গ করা প্রসঙ্গে
৩৭২৩. নবী (ﷺ)-এর সাহাবী খিরশা ইবনে হুর (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: কাউকে নিহত করার সময় কেউ যেন সেখানে উপস্থিত না থাকে। সম্ভবত নিহত ব্যক্তি মাযলুম হতে পারে। কাজেই সে ব্যক্তি যেন আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে পারে।
(আহমাদ নিজ শব্দে এবং তাবারানী বর্ণিত। তবে তাবারানীর শব্দমালা এরূপঃ "সম্ভবত তাকে মাযলুম অবস্থায় হত্যা করা হয়েছে। এমতাবস্থায় হত্যাকারীদের উপর বিপদ আসতে পারে। আর দর্শকও সে বিপদে নিঃপতিত হতে পারে।" ইবনে লাহীয়া ব্যতীত উভয়ের বর্ণনা সূত্র দোষমুক্ত।)
(আহমাদ নিজ শব্দে এবং তাবারানী বর্ণিত। তবে তাবারানীর শব্দমালা এরূপঃ "সম্ভবত তাকে মাযলুম অবস্থায় হত্যা করা হয়েছে। এমতাবস্থায় হত্যাকারীদের উপর বিপদ আসতে পারে। আর দর্শকও সে বিপদে নিঃপতিত হতে পারে।" ইবনে লাহীয়া ব্যতীত উভয়ের বর্ণনা সূত্র দোষমুক্ত।)
كتاب الحدود
التَّرْهِيب أَن يحضر الْإِنْسَان قتل إِنْسَان ظلما أَو ضربه وَمَا جَاءَ فِيمَن جرد ظهر مُسلم بِغَيْر حق
3723 -عَن خَرشَة بن الْحر رَضِي الله عَنهُ وَكَانَ من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يشْهد أحدكُم قَتِيلا لَعَلَّه أَن يكون مَظْلُوما فتصيبه السخطة
رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَالطَّبَرَانِيّ إِلَّا أَنه قَالَ فَعَسَى أَن يقتل مَظْلُوما فتنزل السخطة عَلَيْهِم فَيُصِيبهُ مَعَهم
ورجالهما رجال الصَّحِيح خلا ابْن لَهِيعَة
رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَالطَّبَرَانِيّ إِلَّا أَنه قَالَ فَعَسَى أَن يقتل مَظْلُوما فتنزل السخطة عَلَيْهِم فَيُصِيبهُ مَعَهم
ورجالهما رجال الصَّحِيح خلا ابْن لَهِيعَة