আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৭১৭
অধ্যায়ঃ হদ্দ
আত্মহত্যার প্রতি ভীতি প্রদর্শন
৩৭১৭. হাসান বাসরী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার নিকট এই মসজিদে জুনদুব ইবনে আবদুল্লাহ্ (রা) হাদীস বর্ণনা করেছেন। আমি তাঁর থেকে শ্রুত হাদীসটি ভুলিনি। আমি এ আশংকা করি না যে, জুনদুব (রা) রাসূলুল্লাহ (ﷺ) থেকে মিথ্যা হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেছেন: এক ব্যক্তির শরীরে যখম ছিল। পরে সে আত্মহত্যা করল। তখন আল্লাহ বলেন। আমার বান্দা নিজেই আত্মহত্যা করেছে, আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম।
كتاب الحدود
التَّرْهِيب من قتل الْإِنْسَان نَفسه
3717- وَعَن الْحسن الْبَصْرِيّ قَالَ حَدثنَا جُنْدُب بن عبد الله فِي هَذَا الْمَسْجِد فَمَا نَسِينَا مِنْهُ حَدِيثا وَمَا نَخَاف أَن يكون جُنْدُب كذب على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ كَانَ بِرَجُل جراح فَقتل نَفسه
فَقَالَ الله بدر عَبدِي بِنَفسِهِ فَحرمت عَلَيْهِ الْجنَّة
tahqiqতাহকীক:তাহকীক চলমান