আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৭১৬
অধ্যায়ঃ হদ্দ
আত্মহত্যার প্রতি ভীতি প্রদর্শন
৩৭১৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে, সে জাহান্নামে ও গালায় ফাঁস দেবে। আর যে ব্যক্তি নিজ শরীরে আঘাত করে আত্মহত্যার করবে, সে জাহান্নামে অনুরূপ আঘাত করে আত্মহত্যা করবে। আর যে ব্যক্তি পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করবে, সে জাহান্নামেও পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করবে।
(বুখারী বর্ণিত।)
كتاب الحدود
التَّرْهِيب من قتل الْإِنْسَان نَفسه
3716- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الَّذِي يخنق نَفسه يخنقها فِي النَّار وَالَّذِي يطعن نَفسه يطعن نَفسه النَّار وَالَّذِي يقتحم يقتحم فِي النَّار

رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান