আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭১৮
অধ্যায়ঃ হদ্দ
আত্মহত্যার প্রতি ভীতি প্রদর্শন
৩৭১৮. হাসান (র)-এর অন্য বর্ণনায় আছে, তোমাদের পূর্বের জনৈক ব্যক্তির শরীরে যখম ছিল, যদ্দরুন সে অস্থির হয়ে পড়ল। এরপর সে একটি চাকু নিল এবং তা দ্বারা নিজ হাত কেটে ফেলল। পরে অবিরামভাবে রক্তক্ষরণ হওয়ায় সে মারা গেল। তখন আল্লাহ্ তা'আলা বলেন: আমার বান্দা আত্মহত্যা করেছে।
আল-হাদীস।
(বুখারী ও মুসলিম বর্ণিত। তবে মুসলিমের শব্দমালা এরূপঃ "তোমাদের পূর্বের কোন এক ব্যক্তির চেহারায় আঘাত লেগেছিল। সে যন্ত্রণায় ছটফট করছিল। অধৈর্য হয়ে সে খাপ থেকে তীর বের করে নিজকে আঘাত করলো। ফলে অবিরামভাবে রক্তক্ষরণ হওয়ায় সে মারা গেল। তোমার প্রতিপালক বলেন: আমি তার উপর জান্নাত হারাম করে দিয়েছি।"
رقأ- রক্ত শুকিয়ে যাওয়া, রক্ত ধারা বন্ধ হওয়া।
الكنانة- কোষ, খাপ।
نكأها- রক্ত প্রবাহিত হওয়া।)
আল-হাদীস।
(বুখারী ও মুসলিম বর্ণিত। তবে মুসলিমের শব্দমালা এরূপঃ "তোমাদের পূর্বের কোন এক ব্যক্তির চেহারায় আঘাত লেগেছিল। সে যন্ত্রণায় ছটফট করছিল। অধৈর্য হয়ে সে খাপ থেকে তীর বের করে নিজকে আঘাত করলো। ফলে অবিরামভাবে রক্তক্ষরণ হওয়ায় সে মারা গেল। তোমার প্রতিপালক বলেন: আমি তার উপর জান্নাত হারাম করে দিয়েছি।"
رقأ- রক্ত শুকিয়ে যাওয়া, রক্ত ধারা বন্ধ হওয়া।
الكنانة- কোষ, খাপ।
نكأها- রক্ত প্রবাহিত হওয়া।)
كتاب الحدود
التَّرْهِيب من قتل الْإِنْسَان نَفسه
3718- وَفِي رِوَايَة كَانَ فِيمَن قبلكُمْ رجل بِهِ جرح فجزع فَأخذ سكينا فحز بهَا يَده فَمَا رقأ الدَّم حَتَّى مَاتَ فَقَالَ الله بادرني عَبدِي بِنَفسِهِ الحَدِيث
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَلَفظه قَالَ إِن رجلا كَانَ مِمَّن كَانَ قبلكُمْ خرجت بِوَجْهِهِ قرحَة فَلَمَّا آذته انتزع سَهْما من كِنَانَته فنكأها فَلم يرقإ الدَّم حَتَّى مَاتَ
قَالَ ربكُم قد حرمت عَلَيْهِ الْجنَّة
رقأ مهموزا أَي جف وَسكن جَرَيَانه
الكنانة بِكَسْر الْكَاف جعبة النشاب
نكأها بِالْهَمْز أَي نخسها وفجرها
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَلَفظه قَالَ إِن رجلا كَانَ مِمَّن كَانَ قبلكُمْ خرجت بِوَجْهِهِ قرحَة فَلَمَّا آذته انتزع سَهْما من كِنَانَته فنكأها فَلم يرقإ الدَّم حَتَّى مَاتَ
قَالَ ربكُم قد حرمت عَلَيْهِ الْجنَّة
رقأ مهموزا أَي جف وَسكن جَرَيَانه
الكنانة بِكَسْر الْكَاف جعبة النشاب
نكأها بِالْهَمْز أَي نخسها وفجرها