আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬৯৮
অধ্যায়ঃ হদ্দ
আল্লাহ যার হত্যা যথার্থ কারণ ব্যতীত হারাম করেছেন তাকে হত্যা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৬৯৮. হযরত আবু সাঈদ ও আবু হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যদি আসমান ও পৃথিবীবাসী কোন মু'মিনের রক্তে (জীবন সংহারে) অংশগ্রহণ করে, আল্লাহ তাদের জাহান্নামে অধোমুখী করে প্রবেশ করাবেন।
(তিরমিযী (র) বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেনঃ হাদীসটি হাসান-গরীব।)
كتاب الحدود
التَّرْهِيب من قتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ
3698- وَعَن أبي سعيد وَأبي هُرَيْرَة رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَو أَن أهل السَّمَاء وَأهل الأَرْض اشْتَركُوا فِي دم مُؤمن لأكبهم الله فِي النَّار

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান