আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬৯৭
অধ্যায়ঃ হদ্দ
আল্লাহ যার হত্যা যথার্থ কারণ ব্যতীত হারাম করেছেন তাকে হত্যা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৬৯৭. ইবনে মাজা (র)-এর সূত্রে হযরত আবদুল্লাহ্ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে কা'বা শরীফ তাওয়াফকালে বলতে শুনেছিঃ কতই না চমৎকার তোমার পবিত্রতা, কতই না উত্তম তোমার সুগন্ধি, কতই না বিশাল তুমি এবং তোমার সম্মান কতই না উচ্চঃ যাঁর হাতে মুহাম্মদ (ﷺ)-এর জীবন, তাঁর শপথ, আল্লাহর কাছে তোমার সম্মানের চেয়ে একজন মু'মিনের মর্যাদা ও তার জান-মালের নিরাপত্তা অনেক বিরাট মর্যাদার দাবি রাখে। শব্দমালা ইবনে মাজা।
كتاب الحدود
التَّرْهِيب من قتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ
3697- وروى ابْن مَاجَه عَن عبد الله بن عَمْرو قَالَ رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يطوف بِالْكَعْبَةِ وَيَقُول مَا أطيبك وَمَا أطيب رِيحك مَا أعظمك وَمَا أعظم حرمتك وَالَّذِي نفس مُحَمَّد بِيَدِهِ لحُرْمَة الْمُؤمن عِنْد الله أعظم من حرمتك مَاله وَدَمه
اللَّفْظ لِابْنِ مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান