আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬৯৬
অধ্যায়ঃ হদ্দ
আল্লাহ যার হত্যা যথার্থ কারণ ব্যতীত হারাম করেছেন তাকে হত্যা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৬৯৬. নাসাঈ ও বায়হাকী (র) হযরত বুরায়দা (রা) থেকে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন মু'মিন লোককে হত্যা করা অপেক্ষা আল্লাহ্ নিকট দুনিয়া ধ্বংস করা অধিক সহজ।
كتاب الحدود
التَّرْهِيب من قتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ
3696 - وروى النَّسَائِيّ وَالْبَيْهَقِيّ أَيْضا من حَدِيث بُرَيْدَة قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قتل الْمُؤمن أعظم عِنْد الله من زَوَال الدُّنْيَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান