আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬৯৫
অধ্যায়ঃ হদ্দ
আল্লাহ যার হত্যা যথার্থ কারণ ব্যতীত হারাম করেছেন তাকে হত্যা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৬৯৫. হযরত আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন মুসলমানকে হত্যা করা, সমগ্র জগৎ ধ্বংস হওয়ার চেয়ে আল্লাহর নিকট অধিক সহজ।
(মুসলিম, নাসাঈ ও তিরমিযী মারফু ও মাওকুফ সূত্রে বর্ণনা করেন। তবে ইমাম তিরমিযী (র) মাওকুফ সনদকে অগ্রাধিকার দিয়েছেন।)
(মুসলিম, নাসাঈ ও তিরমিযী মারফু ও মাওকুফ সূত্রে বর্ণনা করেন। তবে ইমাম তিরমিযী (র) মাওকুফ সনদকে অগ্রাধিকার দিয়েছেন।)
كتاب الحدود
التَّرْهِيب من قتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ
3695- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لزوَال الدُّنْيَا أَهْون عِنْد الله من قتل رجل مُسلم
رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ مَرْفُوعا وموقوفا وَرجح الْمَوْقُوف
رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ مَرْفُوعا وموقوفا وَرجح الْمَوْقُوف