আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬৮১
অধ্যায়ঃ হদ্দ
সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৮১. হযরত খুযায়মা ইবনে সাবিত (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (ﷺ) এ কথাটি তিনবার বলেছেন: আল্লাহ্ সত্য বলতে কুণ্ঠিত হন না। তোমরা নারীদের গুহ্যদ্বারে উপগত হয়ো না।
(ইবনে মাজা নিজ শব্দে, নাসাঈ কয়েকটি বর্ণনাসূত্রে বর্ণনা করেন। তবে তার একটি সনদ-সূত্র উত্তম।)
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3681- وَعَن خُزَيْمَة بن ثَابت رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله لَا يستحيي من الْحق ثَلَاث مَرَّات لَا تَأْتُوا النِّسَاء فِي أدبارهن

رَوَاهُ ابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ بأسانيد أَحدهَا جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান