আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬৮০
অধ্যায়ঃ হদ্দ
সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৮০. হযরত উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: তোমরা কুণ্ঠিত হও কিন্তু সত্যের ব্যাপারে আল্লাহ্ কুণ্ঠিত হন না। তোমরা নারীদের গুহ্যদ্বারে উপগত হয়ো না।
আবু ই'আলা উত্তম সনদে বর্ণনা করেন।
আবু ই'আলা উত্তম সনদে বর্ণনা করেন।
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3680- وَعَن عمر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اسْتَحْيوا فَإِن الله لَا يستحيي من الْحق وَلَا تَأْتُوا النِّسَاء فِي أدبارهن
رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد جيد
رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد جيد