আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬৭৯
অধ্যায়ঃ হদ্দ
সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৭৯. আবদুল্লাহ্ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পুরুষে নারীর গুহ্যদ্বারে উপগত
হওয়াই ছোট সমকামিতা।
(আহমাদ ও বাযযার বর্ণিত। তাদের বর্ণনাকারীদের বর্ণনা বিশুদ্ধ।)
হওয়াই ছোট সমকামিতা।
(আহমাদ ও বাযযার বর্ণিত। তাদের বর্ণনাকারীদের বর্ণনা বিশুদ্ধ।)
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3679- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ هِيَ اللوطية الصُّغْرَى يَعْنِي الرجل يَأْتِي امْرَأَته فِي دبرهَا
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار ورجالهما رجال الصَّحِيح
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار ورجالهما رجال الصَّحِيح