আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬৮২
অধ্যায়ঃ হদ্দ
সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৮২. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) নারীর গুহ্যদ্বারে উপগত হতে নিষেধ করেছেন।
(তাবারানীর আওসাত গ্রন্থ ও তার বর্ণনাকারীগণ বিশুদ্ধ এবং দারু-কুতনী বর্ণিত। তবে তার শব্দমালা এরূপঃ "তোমরা আল্লাহর ব্যাপরে লজ্জাবোধ করবে। কেননা, আল্লাহ্ সত্য বলতে কুণ্ঠাবোধ করেন না। নারীদের পশ্চাদপথে সঙ্গম করা হালাল নয়।)
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3682- وَعَن جَابر رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم نهى عَن محاش النِّسَاء

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَرُوَاته ثِقَات وَالدَّارَقُطْنِيّ
وَلَفظه أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اسْتَحْيوا من الله فَإِن الله لَا يستحيي من الْحق لَا يحل مأتاك النِّسَاء فِي حشوشهن
tahqiqতাহকীক:তাহকীক চলমান