আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬৬৯
অধ্যায়ঃ হদ্দ
সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৬৯. হযরত জাবির ইবনে আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যখন যিম্মীদের (সংখ্যালঘু) প্রতি যুলম করা হবে, তখন দেশ শত্রু কবলিত হবে। আর যখন ব্যভিচারের ব্যাপক প্রসার ঘটবে, তখন বন্দী সংখ্যা বেড়ে যাবে। যখন সমকামিতার প্রসার লাভ করবে, তখন আল্লাহ্ তাঁর করুণার হাত সৃষ্টি জগৎ থেকে উঠিয়ে নেবেন। জগদ্বাসী যে অবস্থায় মারা যাক তাতে আল্লাহর কিছু যায় আসে না।
(তাবারানী বর্ণিত হাদীসের বর্ণনা সূত্রে আবদুল খালেক ইবনে যায়িদ ইবনে ওয়াযিদ যাঈফ রাবী। তবে তিনি গ্রহণযোগ্য।)
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3669- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا ظلم أهل الذِّمَّة كَانَت الدولة دولة الْعَدو وَإِذا كثر الزِّنَا كثر السباء وَإِذا كثر اللوطية رفع الله عز وَجل يَده عَن الْخلق فَلَا يُبَالِي فِي أَي وَاد هَلَكُوا
رَوَاهُ الطَّبَرَانِيّ وَفِيه عبد الْخَالِق بن زيد بن وَاقد ضَعِيف وَلم يتْرك
tahqiqতাহকীক:তাহকীক চলমান