আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬৬৮
অধ্যায়ঃ হদ্দ
সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৬৮. হযরত বুরায়দা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যে জাতির মধ্যে অঙ্গীকার ভঙ্গের প্রবণতা বৃদ্ধি পাবে সে জাতির মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বাড়বে। আর যে জাতির মধ্যে ব্যভিচার প্রবণতা বাড়বে, সে জাতির মৃত্যের সংখ্যা বাড়বে। যে জাতি যাকাত আদায় করবে না, তাদের প্রতি বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে।
(হাকিম বর্ণিত। তিনি বলেন: হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী বিশুদ্ধ। ইবনে মাজা, বাযযার ও বায়হাকী ইবনে উমার (রা) সূত্রে অনুরূপ বর্ণনা করেন। তবে ইবনে মাজাহের শব্দমালা নিম্নরূপ।
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের কাছে এসে বললেনঃ হে মুহাজির সম্প্রদায়! পাঁচটি বিষয়ে যখন তোমরা পরীক্ষার সম্মুখীন হবে, আমি উক্ত কাজে তোমাদের জড়িয়ে পড়া থেকে আল্লাহর পানাহ চাই। তা হলঃ ১. যে জাতির মধ্যে প্রকাশ্য ব্যভিচারের প্রসার ঘটবে, তাদের মধ্যে তাউন নামক রোগ ও এমন নতুন নতুন রোগের উদ্ভব হবে, যা তাদের পূর্বে পুরুষের মধ্যে হয়নি। আল-হাদীস।)
(হাকিম বর্ণিত। তিনি বলেন: হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী বিশুদ্ধ। ইবনে মাজা, বাযযার ও বায়হাকী ইবনে উমার (রা) সূত্রে অনুরূপ বর্ণনা করেন। তবে ইবনে মাজাহের শব্দমালা নিম্নরূপ।
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের কাছে এসে বললেনঃ হে মুহাজির সম্প্রদায়! পাঁচটি বিষয়ে যখন তোমরা পরীক্ষার সম্মুখীন হবে, আমি উক্ত কাজে তোমাদের জড়িয়ে পড়া থেকে আল্লাহর পানাহ চাই। তা হলঃ ১. যে জাতির মধ্যে প্রকাশ্য ব্যভিচারের প্রসার ঘটবে, তাদের মধ্যে তাউন নামক রোগ ও এমন নতুন নতুন রোগের উদ্ভব হবে, যা তাদের পূর্বে পুরুষের মধ্যে হয়নি। আল-হাদীস।)
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3668- وَعَن بُرَيْدَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا نقض قوم الْعَهْد إِلَّا كَانَ الْقَتْل بَينهم وَلَا ظَهرت الْفَاحِشَة فِي قوم إِلَّا سلط الله عَلَيْهِم الْمَوْت وَلَا منع قوم الزَّكَاة إِلَّا حبس عَنْهُم الْقطر
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
وَرَوَاهُ ابْن مَاجَه وَالْبَزَّار وَالْبَيْهَقِيّ من حَدِيث ابْن عمر بِنَحْوِهِ وَلَفظ ابْن مَاجَه قَالَ أقبل علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا معشر الْمُهَاجِرين خمس خِصَال إِذا ابتليتم بِهن وَأَعُوذ بِاللَّه أَن تدركوهن لم تظهر الْفَاحِشَة فِي قوم قطّ حَتَّى يعلنوا بهَا إِلَّا فَشَا فيهم الطَّاعُون والأوجاع الَّتِي لم تكن مَضَت فِي أسلافهم الَّذين مضوا الحَدِيث
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
وَرَوَاهُ ابْن مَاجَه وَالْبَزَّار وَالْبَيْهَقِيّ من حَدِيث ابْن عمر بِنَحْوِهِ وَلَفظ ابْن مَاجَه قَالَ أقبل علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا معشر الْمُهَاجِرين خمس خِصَال إِذا ابتليتم بِهن وَأَعُوذ بِاللَّه أَن تدركوهن لم تظهر الْفَاحِشَة فِي قوم قطّ حَتَّى يعلنوا بهَا إِلَّا فَشَا فيهم الطَّاعُون والأوجاع الَّتِي لم تكن مَضَت فِي أسلافهم الَّذين مضوا الحَدِيث