আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬৭৪
অধ্যায়ঃ হদ্দ
সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৭৪. আবু দাউদ ও অন্যান্য মুহাদ্দিসগণ উল্লিখিত বর্ণনা ইবনে আব্বাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন: যে ব্যক্তি চতুষ্পদ জন্তুর সাথে সহবাস করে, তাকে এবং জন্তুটিকে হত্যা কর।
ইমাম খাত্তাবী (র) বলেন। উপরোক্ত হাদীসটি নবী (ﷺ)-এর নিম্নবর্ণিত। নিষেধাজ্ঞা সম্বলিত হাদীসটির সাথে সাংঘর্ষিক। হাদীসে বলা হয়েছে, "কোন জন্তুকে খাওয়ার উদ্দেশ্যে ব্যতীত হত্যা করা যাবে না"।
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3674- وروى أَبُو دَاوُد وَغَيره بِالْإِسْنَادِ الْمَذْكُور عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أَتَى بَهِيمَة فَاقْتُلُوهُ واقتلوها مَعَه
قَالَ الْخطابِيّ قد عَارض هَذَا الحَدِيث نهي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عَن قتل الْحَيَوَان إِلَّا لمأكلة
tahqiqতাহকীক:তাহকীক চলমান