আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬৭৩
অধ্যায়ঃ হদ্দ
সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৭৩. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা যাকে কাওমে লূতের কাজে পাও, তাকে এবং সে যার সাথে মিলিত হয়, তাদের উভয়কে হত্যা কর।
(আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজা ও বায়হাকী বর্ণিত। তাঁরা সকলে আমর ইবনে আবু আমর (রা) ইকরামা হতে ইবনে আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন। ইমাম বুখারী ও মুসলিম (র) এবং অপরাপর মুহাদ্দিসগণ আমর এর হাদীস দলীলরূপে গ্রহণ করেন। তিনি বিশ্বস্ত রাবী। তবে ইকরিমার ইবনে আব্বাস (রা) সূত্রে বর্ণনাটি অপরিচিত।)
(আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজা ও বায়হাকী বর্ণিত। তাঁরা সকলে আমর ইবনে আবু আমর (রা) ইকরামা হতে ইবনে আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন। ইমাম বুখারী ও মুসলিম (র) এবং অপরাপর মুহাদ্দিসগণ আমর এর হাদীস দলীলরূপে গ্রহণ করেন। তিনি বিশ্বস্ত রাবী। তবে ইকরিমার ইবনে আব্বাস (রা) সূত্রে বর্ণনাটি অপরিচিত।)
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3673- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من وجدتموه يعْمل عمل قوم لوط فَاقْتُلُوا الْفَاعِل وَالْمَفْعُول بِهِ
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَالْبَيْهَقِيّ كلهم من رِوَايَة عَمْرو بن أبي عَمْرو عَن عِكْرِمَة عَن ابْن عَبَّاس وَعَمْرو هَذَا قد احْتج بِهِ الشَّيْخَانِ وَغَيرهمَا وَقَالَ ابْن معِين ثِقَة يُنكر عَلَيْهِ حَدِيث عِكْرِمَة عَن ابْن عَبَّاس يَعْنِي هَذَا
انْتهى
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَالْبَيْهَقِيّ كلهم من رِوَايَة عَمْرو بن أبي عَمْرو عَن عِكْرِمَة عَن ابْن عَبَّاس وَعَمْرو هَذَا قد احْتج بِهِ الشَّيْخَانِ وَغَيرهمَا وَقَالَ ابْن معِين ثِقَة يُنكر عَلَيْهِ حَدِيث عِكْرِمَة عَن ابْن عَبَّاس يَعْنِي هَذَا
انْتهى