আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬৩০
অধ্যায়ঃ হদ্দ
প্রতিবেশীর স্ত্রী ও যার স্বামী অনুপস্থিত, এমন নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং লজ্জাস্থান সংযত রাখার প্রতি অনুপ্রেরণা
৩৬৩০. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন ব্যক্তি যখন ব্যভিচার করে, তখন তার ঈমান থাকে না। ঈমান তখন তার মাথার উপরে ছায়ার ন্যায় থাকে। যখন সে তা থেকে ফিরে আসে। তখন ঈমানও ফিরে আসে।
(আবু দাউদ (র) নিজ শব্দে, তিরমিযী, বায়হাকী ও হাকিম বর্ণিত। হাকিমের শব্দমালা এরূপ: তিনি বলেন, "যে ব্যক্তি ব্যভিচারী করে অথবা মদপান করে আল্লাহ তা'আলা তার ঈমান এভাবে বের করে নেন, যেরূপ কোন ব্যক্তি তার জামা মাথা থেকে বের করে নেয়।")
(আবু দাউদ (র) নিজ শব্দে, তিরমিযী, বায়হাকী ও হাকিম বর্ণিত। হাকিমের শব্দমালা এরূপ: তিনি বলেন, "যে ব্যক্তি ব্যভিচারী করে অথবা মদপান করে আল্লাহ তা'আলা তার ঈমান এভাবে বের করে নেন, যেরূপ কোন ব্যক্তি তার জামা মাথা থেকে বের করে নেয়।")
كتاب الحدود
التَّرْهِيب من الزِّنَا سِيمَا بحليلة الْجَار والمغيبة وَالتَّرْغِيب فِي حفظ الْفرج
3630- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا زنى الرجل خرج مِنْهُ الْإِيمَان فَكَانَ عَلَيْهِ كالظلة فَإِذا أقلع رَجَعَ إِلَيْهِ الْإِيمَان
رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَالْبَيْهَقِيّ وَالْحَاكِم
وَلَفظه قَالَ من زنى أَو شرب الْخمر نزع الله مِنْهُ الْإِيمَان كَمَا يخلع الْإِنْسَان الْقَمِيص من رَأسه
رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَالْبَيْهَقِيّ وَالْحَاكِم
وَلَفظه قَالَ من زنى أَو شرب الْخمر نزع الله مِنْهُ الْإِيمَان كَمَا يخلع الْإِنْسَان الْقَمِيص من رَأسه