আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬৩১
অধ্যায়ঃ হদ্দ
প্রতিবেশীর স্ত্রী ও যার স্বামী অনুপস্থিত, এমন নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং লজ্জাস্থান সংযত রাখার প্রতি অনুপ্রেরণা
৩৬৩১. বায়হাকীর অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ঈমান একটি বর্ম স্বরূপ। আল্লাহ যাকে চান, তাকে এ বর্ম পরিধান করান। তারপর যখন কোন বান্দা ব্যভিচার করে তখন আল্লাহ ঈমানের বর্ম তার থেকে খুলে নেন। সে তাওবা করলে ঈমানের বর্ম ফেরত দেওয়া হয়।
كتاب الحدود
التَّرْهِيب من الزِّنَا سِيمَا بحليلة الْجَار والمغيبة وَالتَّرْغِيب فِي حفظ الْفرج
3631- وَفِي رِوَايَة للبيهقي قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الْإِيمَان سربال يسربله الله من يَشَاء فَإِذا زنى العَبْد نزع مِنْهُ سربال الْإِيمَان فَإِن تَابَ رد عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান