আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬২৪
অধ্যায়ঃ হদ্দ
প্রতিবেশীর স্ত্রী ও যার স্বামী অনুপস্থিত, এমন নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং লজ্জাস্থান সংযত রাখার প্রতি অনুপ্রেরণা
৩৬২৪. অন্য বর্ণনায় আছে, আল্লাহ্ তা'আলা তাঁর সৃষ্টির নিকটবর্তী হন এবং প্রত্যেক ক্ষমাপ্রার্থীকে তিনি ক্ষমা করেন, কেবলমাত্র ব্যভিচারী ও (যালিম) টোল আদায়কারী ব্যতীত।
(আহমাদ বর্ণিত। তাবারানী নিজ শব্দে বর্ণনা করেন। অনুরূপ একটি হাদীস العمل على الصدقة অনুচ্ছেদে বর্ণিত হয়েছে।)
كتاب الحدود
التَّرْهِيب من الزِّنَا سِيمَا بحليلة الْجَار والمغيبة وَالتَّرْغِيب فِي حفظ الْفرج
3624- وَفِي رِوَايَة إِن الله يدنو من خلقه فَيغْفر لمن يسْتَغْفر إِلَّا لبغي بفرجها أَو عشار

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَتقدم فِي بَاب الْعَمَل على الصَّدَقَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান