আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬২৫
অধ্যায়ঃ হদ্দ
প্রতিবেশীর স্ত্রী ও যার স্বামী অনুপস্থিত, এমন নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং লজ্জাস্থান সংযত রাখার প্রতি অনুপ্রেরণা
৩৬২৫. হযরত আবদুল্লাহ ইবনে বুসর (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: (কিয়ামতের দিন) ব্যভিচারীদের চেহারায় দাউ দাউ করে আগুন জ্বলবে।
(তাবারানী এটি সমালোচনামূলক সনদে বর্ণনা করেন।)
كتاب الحدود
التَّرْهِيب من الزِّنَا سِيمَا بحليلة الْجَار والمغيبة وَالتَّرْغِيب فِي حفظ الْفرج
3625- وَعَن عبد الله بن بسر رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الزناة تشتعل وُجُوههم نَارا

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد فِيهِ نظر
tahqiqতাহকীক:তাহকীক চলমান