আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬২৩
অধ্যায়ঃ হদ্দ
প্রতিবেশীর স্ত্রী ও যার স্বামী অনুপস্থিত, এমন নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং লজ্জাস্থান সংযত রাখার প্রতি অনুপ্রেরণা
৩৬২৩. হযরত উসমান ইবনে আবুল আস (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, অর্ধেক রাতের সময় আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং আহবানকারী এই বলে আহবান করবে যে, তোমাদের মধ্যে কেউ প্রার্থনাকারী আছে কি? তার প্রার্থনা কবুল করা হবে। তোমাদের মধ্যে কোন যাঞ্চাকারী আছে কি? তাকে দান করা হবে। তোমাদের মধ্যে কোন বিপদগ্রস্ত ব্যক্তি আছে কি? তার বিপদ দূর করা হবে। একমাত্র ব্যভিচারী, যে তার ইযযত বিক্রী করতে ঘুরে বেড়ায় অথবা (যালিম) টোল আদায়কারী ব্যতীত যে কোন মুসলমান যে দু'আই করুক তা আল্লাহ কবুল করবেন।
كتاب الحدود
التَّرْهِيب من الزِّنَا سِيمَا بحليلة الْجَار والمغيبة وَالتَّرْغِيب فِي حفظ الْفرج
3623- وَعَن عُثْمَان بن أبي العَاصِي رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ تفتح أَبْوَاب السَّمَاء نصف اللَّيْل فينادي مُنَاد هَل من دَاع فيستجاب لَهُ هَل من سَائل فَيعْطى هَل من مكروب فيفرج عَنهُ فَلَا يبْقى مُسلم يَدْعُو بدعوة إِلَّا اسْتَجَابَ الله عز وَجل لَهُ إِلَّا زَانِيَة تسْعَى بفرجها أَو عشارا