আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬২২
অধ্যায়ঃ হদ্দ
প্রতিবেশীর স্ত্রী ও যার স্বামী অনুপস্থিত, এমন নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং লজ্জাস্থান সংযত রাখার প্রতি অনুপ্রেরণা
৩৬২২. হযরত আবদুল্লাহ ইবনে যায়িদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। হে আরবের ব্যভিচারীরা! হে আরবের ব্যভিচারীরা! আমি তোমাদের উপর সবচেয়ে ব্যভিচারকে এবং গোপন প্রবৃত্তিকে অধিক ভয় করি।
(তাধারানী দুটি সূত্রে বর্ণনা করেন। তবে একটি সূত্রে বিশুদ্ধ, কোন কোন মুহাদ্দিস ،الشهوة الخفية এর ব্যাখ্যা রিয়া' (প্রদর্শনেচ্ছা) করেছেন।)
(তাধারানী দুটি সূত্রে বর্ণনা করেন। তবে একটি সূত্রে বিশুদ্ধ, কোন কোন মুহাদ্দিস ،الشهوة الخفية এর ব্যাখ্যা রিয়া' (প্রদর্শনেচ্ছা) করেছেন।)
كتاب الحدود
التَّرْهِيب من الزِّنَا سِيمَا بحليلة الْجَار والمغيبة وَالتَّرْغِيب فِي حفظ الْفرج
3622- وَعَن عبد الله بن زيد رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول يَا بَغَايَا الْعَرَب يَا بَغَايَا الْعَرَب إِن أخوف مَا أَخَاف عَلَيْكُم الزِّنَا والشهوة الْخفية
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ أَحدهمَا صَحِيح وَقد قَيده بعض الْحفاظ الرِّيَاء بالراء وَالْيَاء
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ أَحدهمَا صَحِيح وَقد قَيده بعض الْحفاظ الرِّيَاء بالراء وَالْيَاء