আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬২১
অধ্যায়ঃ হদ্দ
প্রতিবেশীর স্ত্রী ও যার স্বামী অনুপস্থিত, এমন নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং লজ্জাস্থান সংযত রাখার প্রতি অনুপ্রেরণা
৩৬২১. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: তিনটি অপরাধের কোন একটি না করা পর্যন্ত কোন মুসলমান, যে সাক্ষ্য দেয় আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল তাকে হত্যা করা হলাল নয়। তবে যাদের হত্যা করা যাবে তারা হল। ১. বিবাহিত লোকের ব্যভিচারে লিপ্ত হওয়া (ইসলামী বিধান মতে) তাতে প্রস্তরাঘাতে হত্যা করা হবে, ২. যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে অস্ত্রধারণ করে। তাকে হয়ত হত্যা করা হবে, নতুবা শূলবিদ্ধ করা হবে অথবা দেশান্তর করা হবে এবং ৩. যে ব্যক্তি কাউকে হত্যা করে, তাকে (ইসলামী বিধান মতে) হত্যা করা হবে।
(আবু দাউদ ও নাসায়ী বর্ণিত।)
(আবু দাউদ ও নাসায়ী বর্ণিত।)
كتاب الحدود
التَّرْهِيب من الزِّنَا سِيمَا بحليلة الْجَار والمغيبة وَالتَّرْغِيب فِي حفظ الْفرج
3621- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يحل دم امرىء مُسلم يشْهد أَن لَا إِلَه إِلَّا الله وَأَن مُحَمَّدًا رَسُول الله إِلَّا فِي إِحْدَى ثَلَاث زنا بعد إِحْصَان فَإِنَّهُ يرْجم وَرجل خرج مُحَاربًا لله وَلِرَسُولِهِ فَإِنَّهُ يقتل أَو يصلب أَو ينفى من الأَرْض أَو يقتل نفسا فَيقْتل بهَا
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ