আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫৯১
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৫৯১. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছেন। আদম (আ)-কে যখন পৃথিবীতে পাঠান হল, তখন ফিরিশতাগণ বললেনঃ হে প্রভু! আপনি এমন জাতি এখানে পাঠালেন, যারা এখানে বিবাদ-বিসম্বাদ ও রক্তপাত করবে অথচ আমরাই তো আপনার তাসবীহ্ পাঠ করি এবং পবিত্রতা বর্ণনা করি। তিনি বললেনঃ আমি যা জানি তোমরা তা জান না। তারা বলল। বনী আদম হতে আমরা আপনার অধিক অনুগত বান্দা। আল্লাহ্ ফিরিশতাদের বললেনঃ তোমরা আমার কাছে দু'জন ফিরিশতা উপস্থিত কর। তারা কি করে, আমি তা (পরীক্ষা করে) দেখব। তারা বলল। হে আমাদের প্রতিপালক! হারূত ও মারূত। তিনি বললেনঃ তোমরা দু'জন পৃথিবীতে যাও। যাহরা নামী এক উচ্চ বংশীয়া অনিন্দ্য সুন্দরী রমণী তাদের কাছে উপস্থিত হলে তারা উভয়ে তার কাছে প্রেম নিবেদন করল। সে অস্বীকার করে বলল, আল্লাহর শপথ! যতক্ষণে তোমরা আল্লাহর সাথে শিরকের শব্দ উচ্চারণ না করবে (ততক্ষণে আমি তোমাদের আহ্বানে সাড়া দেব না)। তারা বলল: আল্লাহর শপথ! আমরা আল্লাহর সাথে শরীক করব না। মহিলাটি তাদের নিকট থেকে চলে গেল এবং পুনরায় সে একটি শিশু কোলে নিয়ে ফিরে এলো। পুনরায় তারা তার কাছে প্রেম নিবেদন করল। সে বলল: এই শিশুটি হত্যা না করা পর্যন্ত আমি তোমাদের ডাকে সাড়া দেব না। তারা বলল: আল্লাহর শপথ! আমরা একে কখনো হত্যা করব না। এরপর সে চলে গেল এবং পুনরায় এক পেয়ালা মদ নিয়ে উপস্থিত হলো। তারা পুনরায় তার নিকটে প্রেম নিবেদন করল। সে বলল: আল্লাহর শপথ! তোমরা মদ পান না করা পর্যন্ত আমি তোমাদের ডাকে সাড়া দেব না। পরে তারা মদ পান করল এবং উভয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ল। তখন তারা তার সাথে ব্যভিচারে লিপ্ত হল এবং শিশুটিকে হত্যা করল। পরে যখন তাদের হুঁশ ফিরে এলো, তখন মহিলাটি বললঃ আল্লাহর শপথ! তোমরা প্রথমত যে কাজ করতে অস্বীকার করেছিলে যা আমি তোমাদের সামনে উপস্থিত করে ছিলাম। নেশাগ্রস্ত হয়ে তার সবগুলোই তোমরা করলে। অবশেষে তাদেরকে ইহকাল অথবা পরকালের শাস্তি বেছে নেয়ার ইখতিয়ার দেয়া হলো। ফলে তারা দুনিয়ার শাস্তি মেনে নিল।
(আহমাদ, ইবনে হিব্বান তাঁর সহীহ গ্রন্থে যুহায়র ইবনে মুহাম্মাদ (র) থেকে বর্ণনা কারো কারো মতে, কা'ব
(রা) পর্যন্ত হাদীসটি মাওকুফ সনদ সূত্রে বর্ণিত হওয়াই বিশুদ্ধ। আল্লাহ সর্বজ্ঞ।)
(আহমাদ, ইবনে হিব্বান তাঁর সহীহ গ্রন্থে যুহায়র ইবনে মুহাম্মাদ (র) থেকে বর্ণনা কারো কারো মতে, কা'ব
(রা) পর্যন্ত হাদীসটি মাওকুফ সনদ সূত্রে বর্ণিত হওয়াই বিশুদ্ধ। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3591- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن آدم لما أهبط إِلَى الأَرْض قَالَت الْمَلَائِكَة أَي رب أَتجْعَلُ فِيهَا من يفْسد فِيهَا ويسفك الدِّمَاء وَنحن نُسَبِّح بحَمْدك ونقدس لَك قَالَ إِنِّي أعلم مَا لَا تعلمُونَ الْبَقَرَة 03 قَالُوا رَبنَا نَحن أطوع لَك من بني آدم قَالَ الله لملائكته هلموا ملكَيْنِ من الْمَلَائِكَة فَنَنْظُر كَيفَ يعملان قَالُوا رَبنَا هاروت وماروت
قَالَ فاهبطا إِلَى الأَرْض فتمثلت لَهما الزهرة امْرَأَة من أحسن الْبشر فجاءاها فَسَأَلَاهَا نَفسهَا فَقَالَت لَا وَالله حَتَّى تتكلما بِهَذِهِ الْكَلِمَة من الْإِشْرَاك قَالَا وَالله لَا نشْرك بِاللَّه أبدا فَذَهَبت عَنْهُمَا ثمَّ رجعت إِلَيْهِمَا وَمَعَهَا صبي
تحمله فَسَأَلَاهَا نَفسهَا فَقَالَت لَا وَالله حَتَّى تقتلا هَذَا الصَّبِي فَقَالَا وَالله لَا نَقْتُلهُ أبدا فَذَهَبت ثمَّ رجعت بقدح من خمر تحمله فَسَأَلَاهَا نَفسهَا فَقَالَت لَا وَالله حَتَّى تشربا هَذِه الْخمر فشربا فسكرا فوقعا عَلَيْهَا وقتلا الصَّبِي فَلَمَّا أفاقا قَالَت الْمَرْأَة وَالله مَا تركتما من شَيْء أبيتماه عَليّ إِلَّا فعلتماه حِين سكرتما فخيرا عِنْد ذَلِك بَين عَذَاب الدُّنْيَا وَالْآخِرَة فاختارا عَذَاب الدُّنْيَا
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه من طَرِيق زُهَيْر بن مُحَمَّد وَقد قيل إِن الصَّحِيح وَقفه على كَعْب وَالله أعلم
قَالَ فاهبطا إِلَى الأَرْض فتمثلت لَهما الزهرة امْرَأَة من أحسن الْبشر فجاءاها فَسَأَلَاهَا نَفسهَا فَقَالَت لَا وَالله حَتَّى تتكلما بِهَذِهِ الْكَلِمَة من الْإِشْرَاك قَالَا وَالله لَا نشْرك بِاللَّه أبدا فَذَهَبت عَنْهُمَا ثمَّ رجعت إِلَيْهِمَا وَمَعَهَا صبي
تحمله فَسَأَلَاهَا نَفسهَا فَقَالَت لَا وَالله حَتَّى تقتلا هَذَا الصَّبِي فَقَالَا وَالله لَا نَقْتُلهُ أبدا فَذَهَبت ثمَّ رجعت بقدح من خمر تحمله فَسَأَلَاهَا نَفسهَا فَقَالَت لَا وَالله حَتَّى تشربا هَذِه الْخمر فشربا فسكرا فوقعا عَلَيْهَا وقتلا الصَّبِي فَلَمَّا أفاقا قَالَت الْمَرْأَة وَالله مَا تركتما من شَيْء أبيتماه عَليّ إِلَّا فعلتماه حِين سكرتما فخيرا عِنْد ذَلِك بَين عَذَاب الدُّنْيَا وَالْآخِرَة فاختارا عَذَاب الدُّنْيَا
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه من طَرِيق زُهَيْر بن مُحَمَّد وَقد قيل إِن الصَّحِيح وَقفه على كَعْب وَالله أعلم