আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫৯০
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৫৯০. হযরত উসমান ইবনে আফফান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ তোমরা পাপের মূল (উম্মুল খাবাইস) থেকে বেঁচে থাক। যেহেতু তোমাদের পূর্বে জনৈক ব্যক্তি লোকের সংশ্রব বর্জন করে একাগ্র চিত্রে ইবাদতে মশগুল ছিল। জনৈকা নারী তার পেছনে লেগে গেল। এরপর উক্ত মহিলা তার খাদেমকে এই বলে (ঐ অবেদের কাছে) পাঠাল যে, আমি আপনাকে একটি সাক্ষ্য দানের জন্য আহব্বান জানাচ্ছি। এরপর লোকটি সেখানে প্রবেশ করল। যখন সে একটি দরজা অতিক্রম করে, তখন সে তার পেছনের দরজা বন্ধ করে দেয়। অবশেষে সে বসা এক সুন্দরী রমনীর নিকট উপস্থিত হল। মহিলাটির নিকট একটি শিশু ও এক বোতল মদ ছিল। সে বলল: আমি আপনাকে কোন সাক্ষ্যদানের ব্যাপারে আহ্বান করিনি। মূলত আমি এই শিশুকে হত্যা করার জন্য আপনাকে ডেকেছি অথবা আপনি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হবেন নতুবা আপনি এক পেয়ালা মদ পান করবেন। যদি আপনি এর কোনটিই গ্রহণ না করেন, তবে আমি উচ্চস্বরে চিৎকার দিয়ে আপনাকে লাঞ্ছিত করব। রাসুলুল্লাহ (ﷺ) বলেন: এরপর যখন সে দেখল যে, তার কোন একটি গ্রহণ করা ব্যতীত গত্যন্তর নেই, তখন সে বলল: তুমি আমাকে এক পেয়ালা মদ পান করাও। পরে সে তাকে মদ পান করাল। মদপান করে সে বলল: তুমি আমার কাছে এসো। এরপর সে তার সাথে ব্যভিচারে লিপ্ত হল এবং শিশুটিকে হত্যা করল। কাজেই, তোমরা মদপান থেকে বেঁচে থাক। আল্লাহর শপথ! দুই বস্তু একই ব্যক্তির বক্ষে একত্র হতে পারে না। একটি হল ঈমান অপরটি হল সর্বদা মদপানে অভ্যস্ত হওয়া। সহসা একটি অপরটিকে বের করে দেয়।
(ইবনে হিব্বান (র) নিজ শব্দে তাঁর সহীহ্ গ্রন্থে ও বায়হাকী তাঁর অনুরূপ মারফু' সনদে এবং অন্য সূত্রে মাওকুফ বর্ণনা করেন। তিনি বলেন: মাওকুফ সূত্রটিই বিশুদ্ধ।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3590- وَعَن عُثْمَان بن عَفَّان رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول اجتنبوا أم الْخَبَائِث فَإِنَّهُ كَانَ رجل مِمَّن كَانَ قبلكُمْ يتعبد ويعتزل النَّاس فعلقته امْرَأَة فَأرْسلت إِلَيْهِ خَادِمًا إِنَّا ندعوك لشهادة فَدخل فطفقت كلما يدْخل بَابا أغلقته دونه حَتَّى إِذا أفْضى إِلَى امْرَأَة وضيئة جالسة وَعِنْدهَا غُلَام وباطية فِيهَا خمر فَقَالَت إِنَّا لم نَدعك لشهادة وَلَكِن دعوتك لقتل هَذَا الْغُلَام أَو تقع عَليّ أَو تشرب كأسا من الْخمر فَإِن أَبيت صحت بك وفضحتك
قَالَ فَلَمَّا رأى أَنه لَا بُد لَهُ من ذَلِك قَالَ اسقيني كأسا من الْخمر فسقته كأسا من الْخمر فَقَالَ زيديني فَلم تزل حَتَّى وَقع عَلَيْهَا وَقتل النَّفس فَاجْتَنبُوا الْخمر فَإِنَّهُ وَالله لَا يجْتَمع إِيمَان وإدمان الْخمر فِي صدر رجل أبدا وليوشكن أَحدهمَا يخرج صَاحبه

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ وَالْبَيْهَقِيّ مَرْفُوعا مثله وموقوفا وَذكر أَنه الْمَحْفُوظ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৫৯০ | মুসলিম বাংলা