আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫৮৯
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৫৮৯. হযরত সালিম ইবনে আবদুল্লাহ্ (র) সূত্রে তাঁর পিতা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ)-এর ইন্তিকালের পরে একবার আবু বকর, উমার এবং কিছু সংখ্যক সাহাবী একটি বিষয়ে আলোচনা করার নিমিত্তে বসেন। তাঁরা সর্বাপেক্ষা কবীরা গুনাহ কি? আলোচনা করে জানতে চাইলেন, অথচ তাঁদের কেউ তা জানতেন না। তখন তাঁরা আমাকে আবদুল্লাহ ইবনে উমার (রা)-এর কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করার জন্য পাঠালেন। তিনি আমাকে অবহিত করেন যে, সর্বাপেক্ষা কবীরা গুনাহ হল, মদপান করা। এরপর আমি এ সংবাদ নিয়ে তাঁদের কাছে এলাম। এ বিষয়ে তাঁরা তাঁকে বারবার প্রশ্ন করতে থাকলেন এবং সবাই তাঁর নিকট ভীড় করলেন এবং তাঁর ঘরে একত্রিত হলেন। তিনি তাঁদের নিকট রাসূলুল্লাহ (ﷺ)- এর একটি হাদীস বর্ণনা করেন। রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: একজন বনী ইসরাঈলী বাদশাহ এক অপরাধীকে এই বলে ইখতিয়ার দিলেন যে, হয় সে মদ্যপান করবে, নতুবা কাউকে হত্যা করবে, অথবা ব্যভিচার করবে, অথবা শূকরের গোশত খাবে, অন্যথায় তাকে তারা হত্যা করবে। তখন লোকটি মদপান করা বেছে নিল। যখন সে মদপান করল, তখন তারা যা চেয়েছিল উল্লেখিত পাপের কোনটি তার জন্য বাধ সাধল না। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: কোন ব্যক্তি মদপান করলে তার চল্লিশ দিনের সালাত কবুল করা হয় না, কারো পেটে সামান্য মদ থাকা অবস্থায় মৃত্যু হলে, অবশ্যই তার জন্য এ কারণে জান্নাত হারাম। মদপানের চল্লিশ দিনের মধ্যে মদপানকারী মৃত্যুবরণ করলে সে প্রকৃতপক্ষে জাহিলিয়াতের উপরই মৃত্যুবরণ করল।
(তাবারানী বিশুদ্ধ সনদে এবং হাকিম বর্ণনা করেন। হাকিম (র) বলেন: মুসলিম (র)-এর শর্তানুযায়ী হাদীসটি বিশুদ্ধ।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3589- وَعَن سَالم بن عبد الله عَن أَبِيه أَن أَبَا بكر وَعمر وناسا جَلَسُوا بعد وَفَاة النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَذكرُوا أعظم الْكَبَائِر فَلم يكن عِنْدهم فِيهَا علم فأرسلوني إِلَى عبد الله بن عَمْرو أسأله فَأَخْبرنِي أَن أعظم الْكَبَائِر شرب الْخمر فأتيتهم فَأَخْبَرتهمْ فَأَكْثرُوا ذَلِك ووثبوا إِلَيْهِ جَمِيعًا حَتَّى أَتَوْهُ فِي دَاره فَأخْبرهُم أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن ملكا من مُلُوك بني إِسْرَائِيل أَخذ رجلا فخيره بَين أَن يشرب الْخمر أَو يقتل نفسا أَو يَزْنِي أَو يَأْكُل لحم خِنْزِير أَو يقتلوه فَاخْتَارَ الْخمر وَإنَّهُ لما شرب الْخمر لم يمْتَنع من شَيْء أرادوه مِنْهُ وَإِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من أحد يشْربهَا فَتقبل لَهُ صَلَاة أَرْبَعِينَ لَيْلَة وَلَا يَمُوت وَفِي مثانته مِنْهُ شَيْء إِلَّا حرمت بهَا عَلَيْهِ الْجنَّة فَإِن مَاتَ فِي أَرْبَعِينَ لَيْلَة مَاتَ ميتَة جَاهِلِيَّة

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৫৮৯ | মুসলিম বাংলা