আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫৮৮
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৫৮৮. হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার বন্ধু (ﷺ) আমাকে (এই মর্মে) উপদেশ দিয়েছেন: তুমি কোন বস্তুর সাথে আল্লাহর শরীক স্থাপন করো না, যদিও তোমাকে টুকরা টুকরা করা হয় অথবা আগুনে দগ্ধভূত করা হয়। স্বেচ্ছায় এক ওয়াক্ত ফরয সালাত বর্জন করো না। যে ব্যক্তি স্বেচ্ছায় তা বর্জন করে, সে আল্লাহর পথ থেকে হিফাযতের যিম্মামুক্ত। মদপান করো না। কারণ তা সকল পাপের মূল।
(ইবনে মাজাহ ও বায়হাকী উভয়ে শাহর ইবনে হাওশাব সূত্রে উম্মু দারদা (রা) হতে বর্ণনা করেন। তিনি। রাসুলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেন।)
(ইবনে মাজাহ ও বায়হাকী উভয়ে শাহর ইবনে হাওশাব সূত্রে উম্মু দারদা (রা) হতে বর্ণনা করেন। তিনি। রাসুলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেন।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3588- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ أَوْصَانِي خليلي صلى الله عَلَيْهِ وَسلم أَن لَا تشرك بِاللَّه شَيْئا وَإِن قطعت وَإِن حرقت وَلَا تتْرك صَلَاة مَكْتُوبَة مُتَعَمدا فَمن تَركهَا مُتَعَمدا فقد بَرِئت مِنْهُ الذِّمَّة وَلَا تشرب الْخمر فَإِنَّهَا مِفْتَاح كل شَرّ
رَوَاهُ ابْن مَاجَه وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا عَن شهر بن حَوْشَب عَن أم الدَّرْدَاء عَنهُ
رَوَاهُ ابْن مَاجَه وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا عَن شهر بن حَوْشَب عَن أم الدَّرْدَاء عَنهُ