আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫৮৭
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৫৮৭. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: মদপান পাপ কাজের একত্রকারী, নারীগণ শয়তানের রশি এবং দুনিয়ার ভালোবাসা সকল পাপের মূল।
(রাযীন বর্ণিত, তবে তিনি বলেনঃ আমি হাদীসটি মূলনীতির মধ্যে পাইনি।)
(রাযীন বর্ণিত, তবে তিনি বলেনঃ আমি হাদীসটি মূলনীতির মধ্যে পাইনি।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3587- وَعَن حُذَيْفَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الْخمر جماع الْإِثْم وَالنِّسَاء حبائل الشَّيْطَان وَحب الدُّنْيَا رَأس كل خَطِيئَة
ذكره رزين وَلم أره فِي شَيْء من أُصُوله
ذكره رزين وَلم أره فِي شَيْء من أُصُوله