আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫৫১
অধ্যায়ঃ হদ্দ
শরী'আতের বিধান কার্যকর না করা এবং নিষিদ্ধ বিষয় অমান্য করার প্রতি ভীতি প্রদর্শন
৩৫৫১. হযরত ইবনে উমার (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: (কুরআনে বর্ণিত) মোহরসমূহ আল্লাহর আরশের খুঁটির সাথে ঝুলন্ত থাকে। যখন আল্লাহর কোন বিধান লংঘিত হয় এবং গুনাহের কাজ হতে থাকে এবং আল্লাহর ব্যাপারে বেপরোয়াভাব দেখান হয়, তখন আল্লাহ্ মোহরসমূহ প্রেরণ করেন। এরপর তিনি তার অন্তরে মোহর মেরে দেন। ফলে, সে ভালমন্দ বুঝতে পারে না।
(বাযযার, বায়হাকী নিজ শব্দে বর্ণনা করেন।)
كتاب الحدود
التَّرْهِيب من مواقعة الْحُدُود وانتهاك الْمَحَارِم
3551- وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ الطابع معلقَة بقائمة عرش الله عز وَجل فَإِذا انتهكت الْحُرْمَة وَعمل بِالْمَعَاصِي واجترىء على الله بعث الله
الطابع فيطبع على قلبه فَلَا يعقل بعد ذَلِك شَيْئا

رَوَاهُ الْبَزَّار وَالْبَيْهَقِيّ وَاللَّفْظ لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৫৫১ | মুসলিম বাংলা