আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫৫০
অধ্যায়ঃ হদ্দ
শরী'আতের বিধান কার্যকর না করা এবং নিষিদ্ধ বিষয় অমান্য করার প্রতি ভীতি প্রদর্শন
৩৫৫০. হযরত সাওবান (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: আমি আমার উম্মাতের এমন একদল লোক সম্পর্কে তোমাদের অবহিত করব, যারা কিয়ামতের দিন তেহামার সাদা পর্বতের ন্যায় বিরাট আমল নিয়ে উপস্থিত হবে। আল্লাহ্ তাদের আমল বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। সাওবান (রা) বলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনি তাদের বৈশিষ্ট্য আমাদের কাছে বর্ণনা করুন এবং তাদের আমল বিনষ্ট হওয়ার কারণ আমাদের বলুন। আমরা জেনে তা থেকে বিরত হবো এবং তা না জানলে আমরাও তাদের অন্তর্ভুক্ত হতে পারি। তিনি বলেন: সাবধান! তারা তোমাদের ভাই এবং তারা তোমাদের বংশভূক্ত। তোমাদের ন্যায় তারাও রাতে ইবাদত করে। কিন্তু তারা এমন সম্প্রদায় যে, তারা যখন একাকী হয়, তখন আল্লাহ প্রদত্ত হারামে জড়িয়ে পড়ে।
(ইবনে মাজা বর্ণিত। তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الحدود
التَّرْهِيب من مواقعة الْحُدُود وانتهاك الْمَحَارِم
3550- وَعَن ثَوْبَان رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ لأعلمن أَقْوَامًا من أمتِي يأْتونَ يَوْم الْقِيَامَة بأعمال أَمْثَال جبال تهَامَة بَيْضَاء فيجعلها الله هباء منثورا
قَالَ ثَوْبَان يَا رَسُول الله صفهم لنا حلهم لنا لَا نَكُون مِنْهُم وَنحن لَا نعلم قَالَ أما إِنَّهُم إخْوَانكُمْ وَمن جلدتكم وَيَأْخُذُونَ من اللَّيْل كَمَا تأخذون وَلَكنهُمْ قوم إِذا خلوا بمحارم الله انتهكوها

رَوَاهُ ابْن مَاجَه وَرُوَاته ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৫৫০ | মুসলিম বাংলা