আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫৪৯
অধ্যায়ঃ হদ্দ
শরী'আতের বিধান কার্যকর না করা এবং নিষিদ্ধ বিষয় অমান্য করার প্রতি ভীতি প্রদর্শন
৩৫৪৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) বলেছেন: আল্লাহ্ তা'আলা বান্দার কাজকর্ম দেখে ক্ষুদ্ধ হন। আর আল্লাহর ক্রোধান্বিত হওয়ার অর্থ এই যে, মু'মিন ব্যক্তি কর্তৃক আল্লাহর নিষিদ্ধ ঘোষিত কাজ করা।
(বুখারী ও মুসলিম বর্ণিত।)
(বুখারী ও মুসলিম বর্ণিত।)
كتاب الحدود
التَّرْهِيب من مواقعة الْحُدُود وانتهاك الْمَحَارِم
3549- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله عز وَجل يغار وغيرة الله أَن يَأْتِي الْمُؤمن مَا حرم الله عَلَيْهِ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم