আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫৪৮
অধ্যায়ঃ হদ্দ
শরী'আতের বিধান কার্যকর না করা এবং নিষিদ্ধ বিষয় অমান্য করার প্রতি ভীতি প্রদর্শন
৩৫৪৮. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ আমি তোমাদের হুদুদ (আল্লাহর বিধানের সীমালংঘন) থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, তোমরা হুদুদ (আল্লাহর বিধানের সীমালংঘন) থেকে বাঁচো- একথাটি তিনি তিনবার বলেন। আমি তোমাদের ছেড়ে ইন্তিকাল করব। আমি তোমাদের হাওযে কাওসারের দিকে নিয়ে যাব, আর যে ব্যক্তি তাতে প্রবেশ করবে। অর্থাৎ পানি পান করবে সে সফলকাম হবে।
(বাযযার (র) লায়স ইবনে আবূ সুলায়ম থেকে বর্ণনা করেন।)
كتاب الحدود
التَّرْهِيب من مواقعة الْحُدُود وانتهاك الْمَحَارِم
3548- عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أَنا آخذ بِحُجزِكُمْ أَقُول إيَّاكُمْ وجهنم إيَّاكُمْ وَالْحُدُود إيَّاكُمْ وجهنم إيَّاكُمْ وَالْحُدُود إيَّاكُمْ وجهنم إيَّاكُمْ وَالْحُدُود ثَلَاث مَرَّات فَإِذا أَنا مت تركتكم وَأَنا فَرَطكُمْ على الْحَوْض فَمن ورد أَفْلح
الحَدِيث رَوَاهُ من رِوَايَة لَيْث بن أبي سليم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৫৪৮ | মুসলিম বাংলা