আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫৪৭
অধ্যায়ঃ হদ্দ
মুসলমানদের দোষত্রুটি গোপন রাখার প্রতি অনুপ্রেরণা এবং তার মানহানীকর বিষয়ে হস্তক্ষেপ ও তার ত্রুটি-বিচ্যুতি অন্বেষণের প্রতি ভীতি প্রদর্শন
৩৫৪৭. হযরত আবু শুরায়হ ইবনে উবায়দ সূত্রে জুবায়র ইবনে নুফায়র কাসীর ইবনে মুররা, আমর ইবনে আসওয়াদ, মিকদাম ইবনে মাদীকারিব ও আবু উমামা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: শাসক যখন প্রজাদের সন্দেহ বিষয় খোঁজ করে, তখন আল্লাহ তাদের ধ্বংস করেন।
(আবু দাউদ ও ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।
(হাফিয মুনযিরী (র) বলেন): জুবায়র ইবনে নুফায়র নবী করীম (ﷺ)-এর সাহচর্য লাভ করেছেন। তথাপিও তিনি তাবিঈ হিসাবে গণ্য। মুহাদ্দিসগণ কাসীর ইবনে মুররাকেও তাবিঈ বলেছেন। আবদান তার "আস সাহাবা" গ্রন্থে এ তথ্য উল্লেখ করেন। আমর ইবনে আসওয়াদ আনাসী হিসী। তিনি জাহিলিয়া যুগের লোক। তিনি উমার ইবনে খাত্তাব, মু'আয, ইবনে মাসউদ (রা) ও অপরাপর সাহাবী থেকে হাদীস বর্ণনা করেন।)
كتاب الحدود
التَّرْغِيب فِي ستر الْمُسلم والترهيب من هتكه وتتبع عَوْرَته
3547- وَعَن شُرَيْح بن عبيد عَن جُبَير بن نفير وَكثير بن مرّة وَعَمْرو بن الْأسود والمقدام بن معديكرب وَأبي أُمَامَة رَضِي الله عَنْهُم عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الْأَمِير إِذا ابْتغى الرِّيبَة فِي النَّاس أفسدهم

رَوَاهُ أَبُو دَاوُد من رِوَايَة إِسْمَاعِيل بن عَيَّاش
قَالَ الْحَافِظ عبد الْعَظِيم جُبَير بن نفير أدْرك النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ مَعْدُود فِي التَّابِعين وَكثير بن مرّة نَص الْأَئِمَّة على أَنه تَابِعِيّ وَذكره عَبْدَانِ فِي الصَّحَابَة وَعَمْرو بن الْأسود عنسي حمصي أدْرك الْجَاهِلِيَّة وروى عَن عمر بن الْخطاب ومعاذ وَابْن مَسْعُود وَغَيرهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান