আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৫৪৬
অধ্যায়ঃ হদ্দ
মুসলমানদের দোষত্রুটি গোপন রাখার প্রতি অনুপ্রেরণা এবং তার মানহানীকর বিষয়ে হস্তক্ষেপ ও তার ত্রুটি-বিচ্যুতি অন্বেষণের প্রতি ভীতি প্রদর্শন
৩৫৪৬. হযরত মু'আবিয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ তুমি যদি মুসলমানদের দোষ-ত্রুটি অন্বেষণ কর, তবে তুমি তাদেরকে ধ্বংস করে দিলে অথবা তিনি বলেছেন: তাদের সম্মানহানী করলে।
(আবু দাউদ ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
(আবু দাউদ ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
كتاب الحدود
التَّرْغِيب فِي ستر الْمُسلم والترهيب من هتكه وتتبع عَوْرَته
3546- وَعَن مُعَاوِيَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِنَّك إِن اتبعت عورات الْمُسلمين أفسدتهم أَو كدت تفسدهم
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه