আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫৪৫
অধ্যায়ঃ হদ্দ
মুসলমানদের দোষত্রুটি গোপন রাখার প্রতি অনুপ্রেরণা এবং তার মানহানীকর বিষয়ে হস্তক্ষেপ ও তার ত্রুটি-বিচ্যুতি অন্বেষণের প্রতি ভীতি প্রদর্শন
৩৫৪৫. হযরত আবু বারযা আসলামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: হে মুখে মুখে ঈমানের দাবিদার অথচ যাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। তোমরা মুসলমানদের গীবত করো না, তাদের দোষ-ত্রুটি অন্বেষণ করো না। কেননা, যে ব্যক্তি তাদের দোষ-ত্রুটি অন্বেষণ করবে, আল্লাহ্ তার দোষ-ত্রুটি অন্বেষণ করবেন। আর আল্লাহ্ যার দোষ-ত্রুটি অন্বেষণ করেন, তিনি নিজ ঘরেই তার দোষ-চর্চা করান।
(ইমাম আবু দাউদ (র) সাঈদ ইবনে আবদুল্লাহ ইবনে জুবায়জ (র) থেকে এবং আবূ ই'আলা উত্তম সনদে বারা ইবনে আযিব (রা) সূত্রে এই হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الحدود
التَّرْغِيب فِي ستر الْمُسلم والترهيب من هتكه وتتبع عَوْرَته
3545- وَعَن أبي بَرزَة الْأَسْلَمِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا معشر من آمن بِلِسَانِهِ وَلم يدْخل الْإِيمَان قلبه لَا تَغْتَابُوا الْمُسلمين وَلَا تتبعوا عَوْرَاتهمْ فَإِنَّهُ من اتبع عَوْرَاتهمْ تتبع الله عَوْرَته وَمن تتبع الله عَوْرَته يَفْضَحهُ فِي بَيته

رَوَاهُ أَبُو دَاوُد عَن سعيد بن عبد الله بن جريج عَنهُ
وَرَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد حسن من حَدِيث الْبَراء
tahqiqতাহকীক:তাহকীক চলমান